বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : সিংহ বনের রাজা৷ আকারে বনের বৃহত্তম প্রাণী না হলেও, সিংহের সাথে কোনো রকম লড়াইয়ে যেতে চায় না কোনো প্রাণীই। কিন্তু কখনো কল্পনা করেছেন সিংহ যদি সিংহীর সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হয় তাহলে পরিনতি কি হতে পারে? সম্প্রতি গুজরাটের গির অরণ্যের এমনই এক সংঘর্ষের সাক্ষী নেট দুনিয়া। ভাইরাল ভিডিও (viral video) নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা নেটপাড়ায়।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। তেমনই একটি মন ভালো করে দেওয়া ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, গির অরণ্যের কোনো এক এলাকায় সংঘর্ষে লিপ্ত সিংহ ও সিংহীকে। প্রথমে সিংহ বীর বিক্রমে কয়েক কদম এগিয়ে সিংহীকে আক্রমণ করতে গেলেও৷ সিংহীর দাপটে কিচ্ছুক্ষণ এর মধ্যেই সে একেবারে ভিজে বেড়াল হয়ে যায়। চুপচাপ সিংহটি সেখান থেকে চলে যায়।
ভিডিওটি ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে। নেটাগরিকেদের অনেকেই এর মধ্যে দাম্পত্য কলহের চিরপরিচিত দৃশ্য দেখতে পেয়ে মজা করে কমেন্ট করেছেন। একজন লিখেছেন, পুরুষ সিংহটি হয়তো বাজার থেকে ধনে পাতা আনতে ভুলে গিয়েছে। আরেকজন আবার আপনি রাজা হন আর যেই হন তা খুব একটা আপনার স্ত্রীর সামনে খাটে না। সব মিলিয়ে এই মুহুর্তে নেটপাড়ায় জোর চর্চায় ভিডিওটি।
The Royal affair captured in Gir forest by @zubinashara. Headphone recommended. pic.twitter.com/TgCfRP07rT
— The Wild India (@the_wildindia) July 26, 2020
https://twitter.com/VijiMohankumar/status/1287710317011701763?s=19
https://twitter.com/RaviInd67784428/status/1287446357335085056?s=19