সিভিক ভলান্টিয়ারের মুখে ঝেড়ে লাথি লরির ড্রাইভারের! চালকের কাণ্ডের ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। কিন্তু, তাদের মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলি দেখলে অবাক হতে হয় সকলকেই। পাশাপাশি, ভিডিওগুলিতে এমন কিছু দৃশ্যও থাকে যার ফলে সেগুলি ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে নেটমাধ্যমে।

সাধারণত আমরা ভাইরাল ভিডিও বলতে বিভিন্ন মজাদার ভিডিও বা নাচ-গানের ভিডিওকেই প্রাধান্য দিই। কিন্তু, কিছু কিছু ভিডিও এমনও থাকে যেখানে সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। যা দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন নেটিজেনরা।

   

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একটি লরিকে দাঁড় করিয়ে একজন সিভিক পুলিশ লরিটির চালকের সাথে কথা বলছেন। এতদূর পর্যন্ত মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু, তারপরেই যা ঘটেছে তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।

দেখা যায় যে, হঠাৎই লরির চালক সজোরে লাথি মেরে দেন ওই সিভিক পুলিশের মুখে। এদিকে ঘটনার আকষ্মিকতায় এবং আঘাতে রীতিমতো মাটিতে বসে পড়েন তিনি। পাশাপাশি, ওই লরি চালক তারপরেই দ্রুত বেগে চালিয়ে দেন গাড়ি। কোনোমতে দৌড়ে পালিয়ে বাঁচেন ওই সিভিক পুলিশ।

এদিকে, তুমুল ভাইরাল হওয়া ওই ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি, যেভাবে রাস্তায় লরি আটকে সিভিক পুলিশেরা টাকা আদায় করেন সেই বিষয়ও উপস্থাপিত করেছেন তাঁরা। এই ভিডিওটিতেও ঠিক সেইরকমই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাস্তায় সিভিক পুলিশদের তোলাবাজির হাত থেকে বাঁচতে প্রায়সই দুর্ঘটনার খবর সামনে আসে। এদিকে, এই ভিডিও ভাইরাল হওয়ার পর ফের সেই প্রসঙ্গ তুলে ধরছেন নেটাগরিকরা। পুরো ঘটনাটি দেখে একজন নেটিজেন কমেন্ট করে জানিয়েছেন যে, “সিভিক পুলিশদের টাকা দিতে দিতে নাজেহাল হয়ে পড়েন চালকরা। এটা তারই বহিঃপ্রকাশ।” পাশাপাশি, আরও একজন লিখেছেন যে, “যেমন কর্ম, তেমন ফল।”

এদিকে, মোট ২২ সেকেন্ডের এই ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমানে সাড়া ফেলে দিয়েছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই ৩ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন ভিডিওটি। পাশাপাশি, এখনও পর্যন্ত ১ লক্ষ ৮১ হাজার জন ভিডিওটি দেখেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর