গাছ থেকে ডাব পেড়ে খাচ্ছে নীল-হলুদ ম্যাকাও, তুমুল ভাইরাল ভিডিও দেখে অবাক নেটপাড়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। কিছু ভিডিও দেখে যেমন আমাদের ভাবনা চিন্তা বদলে যায়, তেমনই বেশ কিছু ভিডিও আমাদের তাজ্জব করে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ব্লু গোল্ড ম্যাকাও (blue gold macaw) পাখি গাছ থেকে ডাব পেড়ে খাচ্ছে। ম্যাকাও ভারতের পাখি নয়৷ ব্লু গোল্ড ম্যাকাও দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্যের ম্যাকাও গোত্রের সর্ববৃহৎ প্রজাতির একটি পাখি। এদের দেহের ঊর্ধ্বাংশের পালকগুলো নীল রঙের। কিন্তু নিম্নাংশের পালক হলুদাকৃতি কিংবা সোনালী বর্ণের। সাধারণতঃ এদের বাসস্থান স্বাদুজলের এলাকায়। কিন্তু অনেক ধরনের ম্যাকাওকে দক্ষিণ আমেরিকার বন্যামুক্ত পরিবেশে কিংবা গাছ-গাছালিতে পূর্ণ বনাঞ্চলে বাস করতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ব্লু গোল্ড ম্যাকাও নারকেল গাছে বসে, সেই গাছ থেকে ডাব পেড়ে ঠোঁট দিয়ে ফুটো করে খাচ্ছে। ঠিক মানুষের মত ঢকঢক করে সেই ডাবের জল খাওয়ার ভিডিও দেখে মেতেছে নেট দুনিয়া। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন বনি দপ্তরের আধিকারিক সুশান্ত নন্দা। মুহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।

প্রসঙ্গত, ব্লু গোল্ড ম্যাকাওরা অন্যতম জনপ্রিয় পোষা পাখির মর্যাদায় অভিষিক্ত। নজরকাড়া রঙের বিভিন্নতা, মানুষের মত  কথা বলায় দক্ষতা অর্জন, বাজারে সহজলভ্যতা এবং মানুষের সাথে সখ্যতা গড়ে তোলার জন্য এ পাখিটি অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে পাখি প্রেমীদের মনে। দেখে নিন অসম্ভব জনপ্রিয় এই ভাইরাল ভিডিও টি

 

X