পদ্ম না পসন্দ! নিজের রক্ত দিয়ে সোনাগাছিতে বাগদেবীর আরাধনা মদন মিত্রের! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সর্বদাই শিরোনামে থাকতে ভালোবাসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কখনও গান গেয়ে, আবার কখনও নিজের গানের মিউজিক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভাইরাল হয়ে আসছেন তিনি। কিছুদিন আগে আবার নিজের এলাকায় একটি পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানে যেতে গিয়ে বাইক দুর্ঘটনায় আহতও হয়েছিলেন তিনি।

আর এবার ফের ভাইরাল হলেন কালারফুল বয় তথা বাংলার ক্রাশ মদন মিত্র। এবার তিনি রক্ত দিয়ে বাগদেবীর আরাধনা করে শিরোনামে। বৃহস্পতিবার সোনাগাছিতে সরস্বতী পুজোর আগে নিজের রক্ত দিয়ে বাগদেবীর আরাধনা করলেন মদনবাবু।

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়ে পদ্মফুল ছিঁড়ে মদনবাবু প্রতিজ্ঞা করেছিলেন যে, এবার বাংলায় আর পদ্মফুলকে প্রাধান্য দেওয়া হবে না। আর সেই কারণে এদিন তিনি বাগদেবীর আরাধনায় পদ্মফুল না দিয়ে গেঁদা ফুলে নিজের রক্ত দিয়ে মা সরস্বতীর বন্দনা করেন। ওনার এই কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

শনিবার পুজোর আগে মদন মিত্র বাগদেবীর কাছে প্রার্থনা করেন যে, ঘরে ঘরে জেন বিদ্যা পৌঁছে যায়। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন যে, সোনাগাছিতে যদি পাড়ায় পাড়ায় শিক্ষালয় শুরু হয়, তাহলে সেখানে তিনি দিন একঘণ্টা করে শিশুদের পড়াবেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর