বাংলা হান্ট ডেস্কঃ শারীরিক অসুস্থতা দমাতে পারেনি, রাষ্ট্রপতি নির্বাচনে (President Election) ভোটদান করতে অবশেষে হুইলচেয়ারে করেই সংসদে পৌঁছে গেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডা. মনমোহন সিং (Manmohan Singh)। ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে চলেছে। মনমোহন সিংয়ের এই কর্মকাণ্ডকে বর্তমানে প্রশংসায় ভরিয়ে দিয়েছে সকল দেশবাসী। ভোটদানের সময় প্রাক্তন প্রধানমন্ত্রীকে তুলে ধরেন চারজন কর্মকর্তা এবং অবশেষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করেন কংগ্রেস (Congress) নেতা।
এদিন গোটা দেশজুড়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ জুড়ে ৫ হাজারের কাছাকাছি সাংসদ এবং বিধায়ক মিলে ভোটদান করলেন। উল্লেখ্য, সংসদের ৬৩ নম্বর ঘরে এদিন পৌঁছে যান মনমোহন সিং। তবে পায়ে হেঁটে নয়, বরং হুইলচেয়ারে করেই এদিন সংসদে পৌঁছান তিনি। পরবর্তীতে চারজন কর্মকর্তা মিলে তাঁকে তুলে ধরেন এবং পরবর্তীতে ভোট দেন মনমোহন সিং।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগে চলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। গত বছর এপ্রিলে করোনায় আক্রান্ত হন মনমোহন সিং। সেই সময় করোনা সারিয়ে বাড়ি ফিরলেও শারীরিক অবনতি হতে থাকে তাঁর। পরবর্তীতে জ্বর এবং অন্যান্য একাধিক অসুখ নিয়ে এইমস-এ ভর্তি করা হয় কংগ্রেস নেতাকে।
Former Prime Minister and Rajya Sabha MP Manmohan Singh casts his vote for the Presidential Election. #PresidentialElection2022
pic.twitter.com/7V5MarGZc6— Central Bureau of Communication,FieldOfficeDodaJ&K (@CBCDoda) July 18, 2022
এরপর তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিমও গঠন করা হয়। এমনকি পরবর্তীতে সংসদে উপস্থিত পর্যন্ত হতে পারেননি তিনি। তবে এদিন দেশের সর্বপ্রথম নাগরিক বেছে নেওয়ার দিন সকল শারীরিক বাধা উপেক্ষা করেই হুইলচেয়ারে করে তাঁর পৌঁছে যাওয়ার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ।