বাংলা হান্ট ডেস্ক: সাধারণত তুমুল কোনো লড়াই বা ঝগড়ার পরিস্থিতি তৈরি হলে আমরা সেই অবস্থাকে “সাপে নেউলে লড়াই”-র সাথে তুলনা করে থাকি। অর্থাৎ, সাপ এবং নেউল একসাথে থাকলে যে কি ভয়ঙ্কর লড়াই হতে পারে তা সহজেই অনুমান করা যেতে পারে। পাশাপাশি, এখনও গ্রামে-গঞ্জে এই লড়াই দেখতে পাওয়া যায়। বিষধর সাপের সাথে নেউলের শত্রুতার কথাও তাই ভীষণভাবে প্রচলিত।
সম্প্রতি এইরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আর সাপে-নেউলের এই ভয়াবহ লড়াই দেখেই কার্যত চোখ কপালে উঠেছে নেটিজনদের। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা সবাই কমবেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। একটু সময় পেলেই আমরা ডুব দিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে।
তবে, হাজার হাজার ভাইরাল হওয়া ভিডিওর ভীড়ে মাঝে মাঝে এমনকিছু ভিডিও সামনে আসে যা দেখে কার্যত অবাক হয়ে যান নেটিজেনরা। পাশাপাশি, পশু-পাখি সংক্রান্ত ভিডিওগুলিও দেখতে পছন্দ করেন সবাই। যে কারণে এই সংক্রান্ত কোনো ভিডিও সামনে এলেই তা ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে।
তবে, সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটিতে কেউটের সাথে একটি নেউলের ভয়াবহ যুদ্ধ সামনে এসেছে। ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি কেউটে এবং নেউল রীতিমত হিংস্রতার সাথে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। ঠিক তার পরেই তারা দু’জনেই একে অপরকে আক্রমণ করতে উদ্যত হয়। বাস্তবের সাথে তাল মিলিয়ে তারা যে রীতিমত শত্রু তা বেশ স্পষ্ট হয়ে যায় ভিডিওটিতে।
এদিকে, এই ভিডিওটিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। “wild_animal_shorts” নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে এটি। ভিডিওটিতে প্রতি মুহূর্তেই বাড়ছে দর্শক এবং লাইক সংখ্যা। পাশাপাশি, ভয়াবহ এই দৃশ্য দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে “কেউটে এবং নেউলের ভয়াবহ যুদ্ধ!” তবে, এই যুদ্ধে অবশ্যই সকলে এগিয়ে রেখেছেন নেউলটিকে। এই প্রসঙ্গে একজন কমেন্ট করে জানিয়েছেন, “এটা যুদ্ধ নয়, এটা আসলে কেউটের শিকার।” আবার একজন জানিয়েছেন, “নেউল ব্ল্যাক মাম্বার বিষও সহ্য করে নিতে পারে।”
View this post on Instagram