হাতে ব্যান্ডেজ, চলতেও পারছে না ঠিকমতো! ইন্সপেক্টরের উপর হামলার জের দুষ্কৃতীদের রাতভর আপ্যায়ন পুলিশের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ডাকাতের সন্ধান করতে গিয়ে গুরুতর জখম মান্দসৌরের পুলিশ ইন্সপেক্টর অমিত সোনি। সূত্র মারফত ডাকাতদের আড্ডার খবর পেয়েছিলেন। যথেষ্ট সতর্ক না থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করতে যান তিনি। তবে ফলটা ভালো হয়নি। তাদের পাল্টা আক্রমণে গুরুতর জখম হন সেই পুলিশ ইন্সপেক্টর।

যদিও পরে অন্য জায়গা থেকে ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং পুলিশের ওপর হামলা করার জন্য তাদের যথাযথ শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শীর করা ভিডিও এখন নেট মাধ্যমে ভাইরাল, যেখানে দেখা গেছে ঐদিন অভিযুক্তকে পুলিশ পরবর্তীতে গ্রেপ্তার করে আনছে এবং তিনজনেরই হাতে এবং পায়ে বেড়ি অসংখ্য ব্যান্ডেজ রয়েছে এবং তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোরকমে থানায় ঢুকছেন।

   

অভিযুক্তদের সাথে অনেকটা উত্তরপ্রদেশের সরকারের কায়দায় বোঝাপড়া করছে মধ্যপ্রদেশ পুলিশ। জানা গেছে যে ওই ইন্সপেক্টর এর ওপর হামলা শুধুমাত্র ওই তিনজন করেননি ঘটনার সাথে আরো অনেকেই যুক্ত আছেন। সোমবার অভিযুক্তদের বাড়ির উপর বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের বাড়িগুলি।

অভিযুক্তদের সকলকে এখনো গ্রেপ্তার না করা গেলেও তাদের সন্ধান জারি রয়েছে। তাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে একটু বিতর্ক থেকেই যাচ্ছে। কিছুদিন আগেই উত্তরপ্রদেশে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন কিছু মানুষ। উত্তরপ্রদেশ পুলিশ তাদের সন্ধান না পেয়ে তাদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই খবর পেয়ে বুলডোজারের সামনে এসে আত্মসমর্পণ করেন সেই অভিযুক্তরা। এক্ষেত্রে মধ্যপ্রদেশ পুলিশ অনেকটা একই রকম পন্থা অবলম্বন করছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর