মেট্রোর মেঝেতে কোলে শিশু নিয়ে বসে অসহায় মা! দেখেও সিট ছাড়ল না কোনও যাত্রী! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে একাধিক সময়ে নানান বৈচিত্রময় ভিডিও উঠে আসে, যা কখনো বেশ মজাদার হয় তো কখনো আবার ভিডিও মাঝে নৃশংস ঘটনা দেখে আমাদের গা শিউরে ওঠে। সম্প্রতি, যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে আপনি যেমন হতভম্ব হয়ে পড়বেন ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে মানুষের নির্মমতার ছবিও ফুটে উঠেছে এই ভিডিওয়।

‘Anirban Ghosh’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। এর প্রথমেই একটি মেট্রোর দৃশ্য আমাদের সামনে উঠে আসে। সেখানে দেখা যায় বেশ কিছু মহিলা যাত্রী মেট্রোর সিট দখল করে বসে রয়েছে। এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক থাকলেও এর পরেই সকলের নজর যায় মেট্রোর মেঝেতে বসে থাকা এক মহিলার দিকে।

অসহায় সেই মহিলাটি কোলে শিশু নিয়ে মেট্রোর মেঝেতেই বসে থাকে আর এখানেই উঠে এসেছে সেখানে উপস্থিত একাধিক মহিলা যাত্রীর নির্মম মানসিকতার দৃশ্য। ভিডিওটিতে স্পষ্ট হয় যে, মহিলার কোলে শিশু থাকা সত্বেও সেখানে উপস্থিত একাধিক যাত্রীদের মধ্যে একজনও তাকে নিজের সিট ছেড়ে দিতে রাজি হয়নি। ফলে শেষপর্যন্ত সেই অসহায় মহিলাকে নিচেই আশ্রয় নিতে হয়।

ভিডিওটিতে যাত্রীদের নিকৃষ্ট মানসিকতা দেখে হতভম্ব হয়ে পড়ে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এবং সেখানে উপস্থিত সকলে মহিলা হওয়া সত্ত্বেও অপর এক মহিলার কষ্ট তারা কেন বুঝতে পারলেন না, সে বিষয়ে প্রশ্ন তোলে অধিকাংশ ইউজাররাই। ভিডিওটি পোস্ট করে ব্যক্তিটি লেখেন, “পড়াশুনা শিখলেই মানুষ প্রকৃত ভদ্র হয় না, ব্যবহার টাই বলে দিবে আপনি কি!”

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং কমেন্টে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নিজেদের ক্ষোভ উগরে দেন। অবশ্য এখানে একটি বিষয় নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকেই মেট্রোর মধ্যে পুরো ঘটনাটি রেকর্ড করা ব্যক্তিটির মানসিকতার ওপর প্রশ্ন তোলে। তারা মন্তব্য করে যে, “এই সময় ভিডিওটি রেকর্ড করার বদলে যদি ব্যক্তিটি পুরো ঘটনার প্রতিবাদ করতেন, সেটাই হতো বুদ্ধিমানের কাজ।”

Sayan Das

সম্পর্কিত খবর