বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি উত্তরপ্রদেশের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি তার বাইক নিয়ে হেঁটে চলছিলেন রেললাইন পার করার জন্য। তখনই সামনের লাইনে একটি ট্রেন যাচ্ছিল। হঠাৎই তার পাশের লাইনে একটি দ্রুতগতির ট্রেন আসতে থাকে।
এরপরেই সেটি দেখে ভয় পেয়ে ওই ব্যক্তি তার বাইককে রেললাইনের উপর ফেলে দিয়ে ওখান থেকে সরে আসেন। এরপর দেখা যায় দ্রুতগামী সেই ট্রেনটি বাইকের উপর দিয়ে চলে যাচ্ছে। এক পলকে চুরমার হয়ে গেল সেই বাইকটি। এমন একটি হাড় হিম করে দেওয়া ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
এই ঘটনার পর ওই ব্যক্তির বিরুদ্ধে রেল পুলিশের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। একাধিক ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। লাইনের উপর দিয়ে ট্রেন যাওয়া সত্ত্বেও কেন ওই ব্যক্তি ঝুঁকি নিয়ে পারাপার হতে গেলেন সেই নিয়েই উঠছে প্রশ্ন।
https://twitter.com/BanglaHunt/status/1564533699110060032?s=20&t=rjQkwCq6Z-pp-dCZyia1_g
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাবে ভাইরাল হয়েছে। কেউ কেউ এই ভিডিওটি দেখে মন্তব্য করেছেন,”যমরাজ যখন ছুটিতে থাকেন!” আবার কেউ কেউ রেল পুলিশের বা প্রশাসনের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা জানিয়েছেন কিভাবে পুলিশি নজরদারি থাকা সত্ত্বেও ওই ব্যক্তিরা ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছিলেন।