পুষ্পা জ্বরে ভুগছে পুলিশও, ‘শ্রীভল্লি” গানের অসাধারণ মিউজিক দিল উর্দিধারীরা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণের জনপ্রিয় মুভি আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি তার বিভিন্ন ডায়লগ এবং জনপ্রিয় গানের দ্বারা বহুচর্চিত। বিশেষ করে তার জনপ্রিয় সকল গানের রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হিড়িক লেগেছে সকলের মধ্যে। আর এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন মুম্বই পুলিশ। দেখে নিন ভাইরাল সেই ভিডিও।

পুষ্পা মুভিটি মুক্তি পাওয়ার পর থেকেই মুভির একটি গান ‘srivalli’ এতটাই জনপ্রিয় হয় যে দেশ বিদেশের সকল ফ্যানেরা রিলস বানিয়ে পোস্ট করতে থাকে এবং মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সেই গানটি। বহু তারকা থেকে গায়ক, গায়িকা সকলে এই স্রোতে গা ভাসান আর এবার সেই গানের ভিডিও বানিয়ে নজরে এল মুম্বই পুলিশ। তাদের পোস্ট করা ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি বেশি! ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মুম্বই পুলিশের একটি জনপ্রিয় ব্যান্ড ‘খাকি স্টুডিও’ srivalli গানটির এক নতুন রূপ দিয়ে পরিবেশন করছে। সেখানে একাধিক পুলিশকর্মীর দ্বারা বিভিন্ন মিউজিক ইন্সট্রুমেন্ট বাজানোর মাধ্যমে গানটিকে একটি নতুন রূপ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত মুম্বইয়ের এই খাকি স্টুডিও নামক ব্যান্ড অত্যন্ত জনপ্রিয় এবং তারা প্রথম শিরোনামে আসে আগের বছরের আগস্ট মাসে যখন তারা জেমস বন্ডের একটি মুভির জনপ্রিয় গানকে নতুন রূপ দান করে। বর্তমানে পুষ্পা মুভির গান তারা নতুনরূপে তুলে ধরে যে গোটা দেশের নজরে এসেছে তা বলা বাহুল্য। তারা এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে যা লিখেন তার বাংলা করলে দাঁড়ায়, “মুম্বই পুলিশ কখনও ঝুঁকবেনা। আমরা সকল মুম্বইবাসীকে দেখেছি এই গানে গা ভাসাতে এবং তারপর আমরাও ভাবি এতে জয়েন করব।”

Sayan Das

সম্পর্কিত খবর