প্রধানমন্ত্রী মোদীকে দেখে সুন্দর এক গান শোনালো খুদে, বার্লিনের ভাইরাল ভিডিও মন কাড়ছে সবার

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ইউরোপ সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই জার্মানির বার্লিন শহরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখাও করেন তিনি। সেই সময়েই একাধিক শিশুর সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় তাঁকে। একটি শিশু গান গেয়ে শোনায় প্রধানমন্ত্রীকে। একজন তাঁকে উপহার দেয় তাঁরই একটি প্রতিকৃতি। সব মিলিয়ে শিশুদের এই সঙ্গ যে দারুণ উপভোগ করছিলেন প্রধানমন্ত্রী তা বলাই বাহুল্য। এবার সামনে এল এই মুহুর্তেরই ভিডিও ফুটেজ।

এদিন নিজেরই অফিসিয়াল স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার ছোট্ট বন্ধু সত্যিই দারুণ গায়, তাই না?’ ভিডিওটিতে দেখা যায় একটি ছোট্ট শিশু নরেন্দ্র মোদীকে একটি গান গেয়ে শোনাচ্ছে। তার কাঁধে হাত রেখে তাকে উৎসাহ দিচ্ছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গানের তালে তালে চুটকি বাজাতেও দেখা যায় তাঁকে। গান শেষ হলে ‘দারুণ হয়েছে’ বলতেও ভোলেননি তিনি।

এখানেই শেষ নয়, এদিন প্রধানমন্ত্রীর একটি ছবি নিজের হাতে এঁকে তাঁকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছিল একটি মেয়ে। সেই ছবিটি দীর্ঘক্ষণ ধরে দেখে ছবিটির প্রশংসাও করেন নরেন্দ্র মোদী। এরপর ছবিটিতে একটি অটোগ্রাফও দেন প্রধানমন্ত্রী।

শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সুন্দর মুহুর্ত যাপন যে দারুণ পছন্দ হয়েছে নেটিজেনদের তা আর নতুন করে বলার অবধি রাখে না। এই ভিডিওর কমেন্টে প্রধানমন্ত্রীকে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নেট পাড়ার বাসিন্দারা। অতিমধ্যেই প্রায় পনেরো লক্ষ মানুষ দেখেছেন এই ভিডিও।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর