Viral video : মাটির হাড়ি দিয়ে যে সমস্ত ইন্সট্রুমেন্ট তৈরি হয় তাদের মধ্যে অন্যতম হল ‘ঘটম্’। এই ইন্সট্রুমেন্টটিতেই অপূর্ব জাতীয় সঙ্গীত বাজিয়ে নেটপাড়ায় ভাইরাল (viral video) হলেন এক যুবক। যার সুরের যাদুতে এই মুহুর্তে মোহিত গোটা বিশ্ব।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। তেমনই একটি মন ভালো করে দেওয়া ভিডিও এই মুহুর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনেকগুলি ঘটমে একসাথে সে বাজাচ্ছে জাতীয় সংগীর। তার অপূর্ব সুর মোহিত করছে গোটা নেটবিশ্বকে। মুহুর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। নেট পাড়ার সকলেই এই যুবকের প্রতিভা সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন, ভারতে সত্যি প্রতিভার অভাব নেই।
প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ায় বহুল প্রচলিত ঘটম আসলে মাটির হাঁড়ি। এটি ভারতের অন্যতম একটি পুরোনো বাদ্যযন্ত্রও বটে। পাঞ্জাবি লোক সংগীতে এর বহুল প্রচলন দেখা যায়। সেখানে এই বাদ্য যন্ত্রটির আঞ্চলিক নাম ঘড়া। এটি তালু এবং আঙ্গুল দিয়ে বাজানো হয়, যখন কোলে চেপে ধরে, মুখটি বাদকের পেটের দিকে থাকে। পাত্র এবং পেটের মধ্যে দূরত্ব পরিবর্তন করে, সুরকার বাদ্যযন্ত্রের সুর পরিবর্তিত করতে পারেন। দেখে নিন ভাইরাল ভিডিও
https://www.facebook.com/1375236209185163/posts/4152181424823947/?sfnsn=wiwspwa&extid=Of54GbazltTSuXS4&d=w&vh=e