স্বামীর সঙ্গে পরকীয়া! জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীকে বেদম পেটালেন অভিনেতার স্ত্রী! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির দুই বিখ্যাত তারকাকে নিয়ে সরগরম হয়ে উঠলো পেজ থ্রি। পরকীয়ার অভিযোগে গাড়ি থেকে টেনে নামিয়ে অভিনেত্রী প্রকৃতি মিশ্রাকে বেধড়ক মার মারলেন অভিনেতা বাবুসান মহান্তীর স্ত্রী। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিনেতা বাবুসান মহান্তির স্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী প্রকৃতি মিশ্রা কে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছেন। এরপর প্রকৃতি মিশ্রা কোনরকমে গাড়ি থেকে নামতে সমর্থ হলে তাকে মারতে শুরু করলেন বাবুসান মহান্তির স্ত্রী। এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর মা।

উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি তে অন্যতম এক জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রকৃতি মিশ্রা। কাজের স্বীকৃতি স্বরূপ জাতীয় পুরস্কারও রয়েছে তার ঝুলিতে। পাশাপাশি বাবুসান মহান্তি উড়িয়া ফিল্ম জগতে এক অন্যতম বিখ্যাত অভিনেতা। স্বাভাবিকভাবেই তাদের নিয়ে এইরকম রসালো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাবুসান মহান্তির স্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী প্রকৃতি মিশ্রা কে মারধোর করছেন।

সোশ্যাল মিডিয়ায় আত্মপক্ষ সমর্থন করে কিছু কথা লিখেছেন প্রকৃতি। তিনি লিখেছেন,”প্রতিটি গল্পের দুটি দিক আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা এমন এক সমাজে বাস করি যেখানে কোন ঘটনা ঘটলেই নারীদের উপর আঙ্গুল তোলা হয়। চেন্নাইয়ের উৎকল এসোসিয়েশন এর একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে এমন এক ঘটনার শিকার হয়েছি। অভিনেতা বাবুসানের স্ত্রী কিছু গুন্ডা নিয়ে এসে আমার উপর চড়াও হন। আমাকে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করা হয়। অভিনেতার স্ত্রীর এই রূপ আচরণ আমি কোনভাবেই মেনে নিতে পারছি না।” এছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রকৃতি নারীর ক্ষমতায়ন বিষয়ক একটি পোস্টও করেন।

এই পোষ্টের কমেন্ট বক্সে একজন মহিলা লেখেন,”নারীর ক্ষমতায়ন মানে অন্য নারীর স্বামীকে অপহরণ করা নয়।” এর পাল্টা উত্তর দিতে ছাড়েননি প্রকৃতিও। তিনি জবাব দিয়েছেন,”আপনার মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে যেটা ঘটেছে সেটা দেখে মন্তব্য করতেন। এত দ্রুত কাউকে বিচার করতেন না।”

 

View this post on Instagram

 

A post shared by Ommtv (@bidyadharmadhu)

অন্যদিকে ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা বাবুসান মহান্তি। তিনি বলেছেন,”আমি আর প্রকৃতি সহ অভিনেতা -অভিনেত্রী। একটি অনুষ্ঠানে যোগ দিতে আমরা চেন্নাই গিয়েছিলাম। ভবিষ্যতে আমরা একসাথে কাজও করব। আমার স্ত্রী যদি এই বিষয়টি মেনে নিতে না পারেন তাহলে আমি প্রকৃতির সাথে কাজ করবো না।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X