বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক বাইকপ্রেমীর কাছেই রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল গুলিকে নিয়ে একটা আলাদা আগ্রহ পরিলক্ষিত হয়। গ্রাহকদের কথা মাথায় রেখেই একের পর এক দুর্ধর্ষ বাইক বাজারে নিয়ে আসে সংস্থা। পাশাপাশি, দিন দিন বাড়ছে এই বাইকের জনপ্রিয়তাও। কিন্তু, এরই মধ্যে নতুন রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা সামনে এল। পাশাপাশি, সেই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে নেটমাধ্যমে। আর তারপর থেকেই রীতিমত প্রশ্নের মুখে পড়েছে সংস্থা।
এছাড়াও, রয়্যাল এনফিল্ডের মত একটি প্রতিষ্ঠিত কোম্পানির বাইকে আগুন লাগার ঘটনায় অবাক হয়ে গিয়েছেন ক্রেতারাও। ভাইরাল হওয়া ভিডিওটিতে ওই বাইকে আগুন লাগার ঘটনাটি স্পষ্টভাবে দেখা গিয়েছে। আর তারপর থেকেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নেটিজেনরা।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে খুব সহজেই বিশ্বের কোথায় কি হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, বিভিন্ন অদ্ভুত সব ঘটনার দৃশ্যগুলিও খুঁজে পাওয়া যায় এখানে। যেগুলি ভাইরাল হয়ে পৌঁছে যায় সকলের কাছে।
তবে, সেই সব ভিডিওগুলির মধ্যেই কিছু এমন ভিডিও থাকে যেগুলি দেখে রীতিমত বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। পাশাপাশি, ভিডিওগুলির মাধ্যমে সচেতনও হয়ে যান মানুষ। বর্তমান ভিডিওটিও ঠিক সেইরকম। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় একটি মন্দিরের বাইরে দাঁড় করানো অবস্থায় হঠাৎই রয়্যাল এনফিল্ডের একটি মোটরসাইকেলে আগুন লেগে যায়।
শুধু তাই নয়, রীতিমত প্রবল বিস্ফোরণও হয়ে তাতে। যার মাত্রা এতটাই ছিল যে, সেটি প্রাণঘাতীও হতে পারত। এদিকে, এই তীব্র বিস্ফোরণের ফলে চমকে যান সেখানে উপস্থিত লোকজনেরা। এমনকি, প্রাণ বাঁচাতে ছুটতেও থাকেন তাঁরা। জানা গিয়েছে যে, ওই মোটর সাইকেলের মালিক রবিচন্দ্র নতুন গাড়ি কেনার পর মাইসুরু (প্রায় ৩৮৭ কিমি দূরে) থেকে নন-স্টপ গাড়ি চালিয়ে গুন্তকাল মণ্ডলের নেত্তিকান্তি অঞ্জনেয়া স্বামী মন্দিরে পৌঁছন। তিনি মন্দিরে ঢোকার পরই বাইকে আগুন ধরে যায়।
এদিকে, ভয়াবহ এই ভিডিওটি বর্তমানে ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। প্রতিমুহূর্তেই দর্শকসংখ্যা বাড়ছে ভিডিওটির। পাশাপাশি, অত্যন্ত বিরল এই ঘটনা দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে হায়দ্রাবাদের স্টার্টআপ কোম্পানি পিওর ইভি দ্বারা তৈরি একটি বৈদ্যুতিক স্কুটারে চেন্নাইয়ের কাছে আগুন লেগে যায়।
এছাড়াও, গত ২৮ মার্চ ওলার S1 ইলেকট্রিক স্কুটারে পুণের কাছাকাছি এলাকায় আগুন লেগে যায়। ঘটনার সময় গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ছিল। এখানেই শেষ নয়, তার কয়েকদিন আগে, তামিলনাড়ুর ভেলোরে Okinawa-র একটি স্কুটারেও আগুন লেগে যায়। এদিকে, স্বাভাবিকভাবেই এই ঘটনাগুলিতে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ।