বাংলাহান্ট ডেস্ক : মার্কিন মুলুকের হিন্দুদের জন্য সুখবর। এবার একটি মন্দিরের নামে সেই মন্দির সংলগ্ন রাস্তার নামকরণ করল সেদেশের সরকার। গনেশ মন্দিরের নাম অনুসারে রাস্তাটির নামকরণ করা হয়েছে গনেশ টেম্পেল স্ট্রীট।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্কের শ্রী মহাবল্লভ গনপতি দেবস্থানম, গনেশ মন্দির নামেই পরিচিত। উত্তর আমেরিকার প্রথম এবং প্রাচীনতম হিন্দু মন্দির হিসেবেই ধরা হয় এই মন্দিরটিকে। এই মন্দিরটি নিউইয়র্কের কুইন্স কাউন্টির ফ্লাশিং এ অবস্থিত। ধর্মীয় স্বাধীনতা এবং দাসত্ব বিরোধী আন্দোলনের নেতা আমেরিকান অগ্রদূত জন বাউনের নামানূসারে মন্দিরের সামনের রাস্তাটির নামকরণ করা হয় বাউন স্ট্রিট। একই সঙ্গে ওই রাস্তাটির সহনাম হিসেবে গনেশ টেম্পেল স্ট্রীট নামটি রাখা হয়েছে।
USA: Bowne Street in New York is now co-named as Ganesh Temple Street in honour of the iconic Ganesh temple situated there. pic.twitter.com/4ZoNDzm1Vi
— Anshul Saxena (@AskAnshul) April 5, 2022
রাস্তার নতুন নাম উদ্বোধনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের ভারতীয় কনসাল জেনারেল রনধীর জয়সওয়াল, কুউন্স বরো প্রেসিডেন্ট ডোভান রিচার্ড, ডেপুটি কমিশনার ফর ট্রেড, ইনভেস্টমেন্ট, ইনোভেশন মেয়র এরিক অ্যাডামস, দিলীপ চৌহান। এছাড়াও উপস্থিত ছিলেন আমেরিকা নিবাসী ভারতীয়রা।
রীতিমতো হিন্দু মতে পুজো পাঠ করে তবেই উদ্বোধন করা হয় রাস্তার নতুন নামটিকে। হিন্দু পুরোহিতেরা ধূপ, ধুনো এবং গায়ত্রী মন্ত্র সহযোগে পূজাপাঠ সারেন। স্বভাবতই, বিদেশে এক টুকরো ভারতের ছোঁয়া পেয়ে যারপর নাই খুশি সেদেশের প্রবাসী ভারতীয়রা। এই হিন্দু মন্দিরের নামে নিউইয়র্কের রাস্তার নামকরণ যে সেদেশের হিন্দুদের কাছে একটা বড় পাওনা, এমনটাই দাবি তাঁদের।