চালক ছাড়া একা একাই ছুটে চলেছে গাড়ি! ভাইরাল ভিডিও দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা

viral video : আধুনিক গাড়িগুলি অনেকটাই এগিয়ে গিয়েছে। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে চালকবিহীন গাড়ি তৈরি করার চেষ্টা চালাচ্ছে বহু সংস্থাই। এখনো সেভাবে সফল হন নি কেউই। কিন্তু ভাইরাল একটি ভিডিওতে হাইওয়েতে চালকবিহীন গাড়ি চলতে দেখা গেছে। তাও বিদেশে নয়,ভারতের মাটিতেই। যা দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরাও। ভূত নাকি বিজ্ঞান? এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা।

images 2020 10 15T123921.536

ভাইরাল হওয়া ভিডিওটি চেন্নাইয়ের বলে জানা যাচ্ছে। গাড়িতে বসে রয়েছেন এক বয়স্ক ব্যক্তি। বেশ নিশ্চিন্তেই সামনের সিটে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। গাড়িটিও বেশ দ্রুতগতিতে হাইওয়েতে আশপাশের গাড়িগুলোকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে। জানিয়ে রাখি, গাড়িটি আধুনিক নয়। ফিয়াটের পুরনো ‘‌পদ্মিনী’ মডেলের একটি গাড়ি।

ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই নেটপাড়ায় জোর আলোচনা শুরু হয়েছে এই গাড়িকে ঘিরে। তবে নেটপাড়ার অনেকেই মনে করছেন, গাড়ি চালানো শেখায় এরকম সংস্থাগুলির ব্যাবহৃত বিশেষ ধরনের গাড়ি এটি। এই ধরনের গাড়িতে স্টিয়ারিং চালকের হাতে থাকলেও ব্রেক, ক্লাচ–সহ অন্যান্য নিয়ন্ত্রণ পাশে বসা ব্যক্তির কাছেও থাকে। যাতে শেখানোর সময় কোনো বড় দুর্ঘটনা না ঘটে।

যদিও কেউ কেউ বলছেন, ভিডিও এর ওই ব্যক্তি আসলে ভেলোরের ব্যবসায়ী। দীর্ঘ ৩০ বছর ধরে এভাবেই গাড়ি চালান। ‌তবে যাই হোক এই মুহুর্তে এই গাড়ি নিয়ে তুমুল আলোচনা চলছে নেটদুনিয়ায়। প্রতি মুহুর্তে বাড়ছে লাইক, কমেন্ট, শেয়ার। আপনিও দেখে নিন সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হওয়া এই গাড়িটির ভিডিও


সম্পর্কিত খবর