ট্রেন সফরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমোন? আদৌ বেডরোল পরিস্কার করা হয় তো?ফাঁস চমকে দেওয়া এক ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার ট্রেনের (Train) এসি কোচের যাত্রীদের সাধারণত একটি বেড রোল দেওয়া হয়ে থাকে সফরের সময়। এই বেড রোলের সাথে যাত্রীদের দেওয়া হয় দুটি চাদর, বালিশ, কম্বল এবং হাত মোছার একটি তোয়ালে। ট্রেনের সিটে একটি কাগজের ব্যাগের মধ্যে থাকে দুটি চাদর এবং একটি তোয়ালে।

ট্রেনের বেড রোলের অবাক করা ভিডিও (Viral Video)

সাদা হওয়া চাদরের পরিচ্ছন্নতা বজায় রাখা রেলের বড় দায়িত্ব। যাত্রীরা যদি নোংরা বা অপরিষ্কার চাদর পান তাহলে রেল সফরের অভিজ্ঞতা হতে পারে তিক্ত। তাই অনেকের মনে প্রশ্ন আসতেই পারে ট্রেনের সাদা চাদর আদৌ কি নিয়মিতভাবে পরিষ্কার করা হয়? সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মেকার রেলের লন্ড্রিতে হাজির হয়েছিলেন তার ফলোয়ার্সদের এই বিষয়টি সম্পর্কে ধারণা দিতে। 

Bed Roll Viral Video

তিনি লন্ড্রিতে চাদর পরিষ্কার করার প্রত্যেকটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। বিহারের পাটনার বাসিন্দা ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারী @onroad____ -এর রয়েছে লাখেরও বেশি ফলোয়ার্স। এই ব্যক্তিটি ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ভিডিও (Viral Video) পোস্ট করে থাকেন ইনস্টাগ্রামে। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় রেলের লন্ড্রি সংক্রান্ত বিষয়টি তুলে ধরেন একটি পোস্টের মাধ্যমে।

 

View this post on Instagram

 

A post shared by On Road (@onroad____)

এই ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে রেলের (Indian Railways) লন্ড্রিতে হাজার হাজার চাদর ও কম্বল পরিষ্কার করার কাজ চলছে। সুবিশাল ভারতীয় রেলের নেটওয়ার্কের সব ট্রেনের চাদর-কম্বল এক জায়গায় পরিষ্কার করা হয় না। এই কনটেন্ট মেকার জানিয়েছেন, রেলের একাধিক লন্ড্রিতে পাঠানো হয় বেড রোলগুলি।

আরোও পড়ুন : এগিয়ে বাংলা! শিল্পে এবার লালবাতি ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলোর, West Bengal কোন পজিশনে জানেন?

তিনি জানান, রেলের লন্ড্রিতে প্রথমে চাদরের দাগ ওঠানোর কাজ করা হয়। বড় বড় ওয়াশিং মেশিনে ধোয়া হয় চাদর। ধোয়ার পর সেগুলি শুকানোর জন্য রাখা হয় বড় ড্রায়ারে। এরপর চাদর ও বালিশের কভার কাচা হয়ে থাকে মেশিনে। কাচা হয়ে গেলে সেগুলিকে পাঠানো হয় অন্য রুমে। সেখানেই এগুলিকে কাগজে মোড়ানো হয়।

আরোও পড়ুন : Jio- Airtel-এর উড়ল ঘুম! ১৫০ টাকার নিচে ২ টি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান লঞ্চ করল Vi, বেজায় খুশি গ্রাহকেরা

সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন স্টেশনে।ইতিমধ্যেই এই ভিডিওটি (Viral Video) পেয়ে গেছে পাঁচ লক্ষের অধিক ভিউজ। একাধিক নেট মাধ্যম ব্যবহারকারী বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ভিডিওটিতে। এক ব্যবহারকারী লেখেন, কম্বল মাসে একবার ধোয়া হয়। অন্য এক ব্যবহারকারীর প্রশ্ন, এটা বছরে কতবার ধোয়া হয়?

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর