‘মাস্টারমাইন্ড’ সন্দীপকেই সম্মান! নাকি অন্য কিছু? প্রকাশ্যে ABP’র ভিডিও….শেষমেশ মুখ খুলল চ্যানেল

বাংলাহান্ট ডেস্ক : আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য-রাজনীতি। মেডিকেল পড়ুয়া ছাত্রীর ধর্ষণ ও খুনের সুবিচার চেয়ে রাজপথে নেমেছে ৮ থেকে ৮০ সবাই। এই অবস্থায় তীব্র সমালোচনার মুখে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই আবহেই কুণাল ঘোষের এবিপি আনন্দ (ABP Ananda) সম্পর্কিত একটি পোস্ট নিয়ে শুরু হয় বিতর্ক।

এবিপি আনন্দের (ABP Ananda) ভিডিও নিয়ে বিতর্ক

এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ এবিপি আনন্দ স্বাস্থ্যসম্মান ২০২২ -এর একটি ছবি ও ভিডিও লিংক পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে এবিপি আনন্দ স্বাস্থ্যসম্মান ২০২২ সম্মান গ্রহণ করছেন আরজি কর হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সেই সময় সন্দীপ ঘোষ ছিলেন আরজি কর হাসপাতালের (R G kar Medical College and Hospital) অধ্যক্ষর দায়িত্বে।

   

কুণাল ঘোষের এই পোস্টের পর অনেকেই বলতে শুরু করেন যে এবিপি আনন্দ (ABP Ananda) সন্দীপ ঘোষকে ২০২২ সালে স্বাস্থ্যসম্মান প্রদান করেছিল। এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে (Suman De) বুধবার যদিও এই ঘটনাটির সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। বুধবার ‘ঘন্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে সুমন দে বলেন, সন্দীপ ঘোষকে এবিপি আনন্দ স্বাস্থ্যসম্মান দিয়েছিল বলে যে প্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ অসত্য।

IMG 20240822 163457

সুমন দের কথায়, ‘আজ পর্যন্ত এবিপি আনন্দ (ABP Ananda) কোনও ব্যক্তিকে স্বাস্থ্যসম্মান পুরস্কার প্রদান করেনি। প্রতিষ্ঠান হিসেবে ২০২২ সালে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালকে এবিপি আনন্দ স্বাস্থ্যরত্ন সম্মান দিয়েছিল। ঠিক সেই বছরই আমরা  স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনকে স্বাস্থ্যরত্ন সম্মান দিয়েছিলাম।’

IMG 20240822 163545

২০২৩ সালে এসএসকেএম ও চলতি বছর কল্যাণী এমসকে এই সম্মান দেওয়া হয়। ২০২২ সালে আরজি কর হাসপাতালের মতো প্রতিষ্ঠানকে স্বাস্থ্যরত্ন সম্মান দিতে পেরে আমরা গর্বিত। পুরস্কার গ্রহণের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাকে পাঠানো হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাস্থ্য দফতর বা স্বাস্থ্যমন্ত্রক বা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ব্যাপার।

IMG 20240822 171803

২০২২ সালে স্বাস্থ্যরত্ন সম্মান নিতে কে আসবেন তা ঠিক করেছিলেন নিয়োগকর্তারা। অর্থাৎ এবিপি আনন্দের (ABP Ananda) পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হল যে তারা ব্যক্তি সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) কোনও রকম পুরস্কার বা সম্মান প্রদান করেননি। চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই ধরনের অপপ্রচার থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর