১১ ঘন্টার কম সময়ে ১৮০ কিমি দৌড় সম্পূর্ণ করল BSF জওয়ানরা, দেখুন ভিডিও

ভারত-পাকিস্তান ১৯৭১ যুদ্ধের যোদ্ধাদের সন্মান জানাতে BSF জওয়ানরা এক অভিনব রেকর্ড তৈরি করেছে। যোদ্ধাদের সন্মান জানাতে BSF জওয়ানরা ১৩/১৪ তারিখের মধ্যেরাতে ১৮০ কিমি দৌড়ের আয়োজন করেছিলেন। রাজস্থানের অনুপগড়ে ১১ ঘণ্টার কম সময়ে দৌড় সম্পূর্ণ হয়।

এই উপলক্ষে অনুপগড়ে গাজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, দেশবিরোধী শক্তিগুলির এটা উপলব্ধি করা উচিত যে ভারতীয় সেনাবাহিনী ১৯৭১ সালের থেকেও বেশি সক্ষম হয়েছে। তাই বিএসফের ৯০০ এর বেশি সৈনিক রাত ১২ থেকে শুরু করে সকাল ১২ টে অবধি দৌড়ে ১৮০ কিমি দুরত্ব সম্পূর্ণ করেন।

নিউজ এজেন্সি ANI এই দৌড়ের একটা ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে টর্চ লাইট নিয়ে দৌড়াচ্ছেন। জওয়ানদের যাতে কোনোরকম সমস্যার না হয় তাই পেছনে একটি ট্রাককে আসতে দেখা যাচ্ছে।

১৯৭১ এর যোদ্ধাদের সন্মান জানাতে BSF জওয়ানদের ১৮০ কিমি দৌড়ের অভিনব সিদ্ধান্তকে মানুষজন পছন্দ করেছেন। ANI দ্বারা শেয়ার করা ভিডিওকে (Video) বহুজন শেয়ার করেছেন এবং প্রশংসায় মুখরিত হয়েছে। প্রসঙ্গত, ১৯৭১ এর যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর অবধি চলেছিল।


সম্পর্কিত খবর