‘এটা হিন্দু এলাকা, জামা মসজিদ নয়!’ দীপাবলিতে বিরিয়ানির দোকান বন্ধ করানোর ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে চলছিল উৎসবের মরশুম। আর এই উৎসবের সময় রাজধানী দিল্লীতে (delhi) বিরিয়ানির দোকান (Biriyani Shop) খোলা রাখায়, হুমকি পেলেন এক ব্যবসায়ী। ‘হিন্দু এলাকায় কেন দীপাবলির রাতেও বিরিয়ানির দোকান খোলা থাকবে?’ এমন হুমকির জেরে তুলকালাম বেঁধে যায় দিল্লীর সন্তনগর এলাকায়।

বিষয়টা হল, সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় মিনিট তিনেকের একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। আর সেই ভিডিওতে দেখা যায়, রাজধানীতে রাস্তার পাশে থাকা বিরিয়ানির দোকানদারকে শাসাচ্ছে এক ব্যক্তি। তবে সেই ব্যক্তির মুখ দেখা না গেলেও, তাঁর গলা শোনা যাচ্ছে। সম্ভবত ওই ব্যক্তি নিজেই সেই ভিডিওটি রেকর্ড করেছেন।

https://www.facebook.com/shanavaschassan/videos/1562150987450238/?t=168

সন্তনগরে একটি বিরিয়ানির দোকানে গিয়ে বাইরে থাকা কর্মীদের হুমকি দিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘এটা কি মুসলিম এলাকা নাকি? দিওয়ালির রাতে কেন হিন্দু এলাকায় দোকান খুলে রেখেছ? কে এই অনুমতি দিয়েছে? এটা জামা মসজিদ কিংবা তোমাদের এলাকা নয়। হিন্দু অধ্যুষিত এলাকা এটা, এখানে হিন্দুদের বাস’।

এখানেই শেষ নয়। সেখানে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এখানে এরা দোকান করছে আর লাভ জেহাদের ফাঁদ পাতছে। আমাদের বোনেদের সেই ফাঁদে ফেলারও চেষ্টা করছে এরা। আর ঘুমিয়ে না থেকে এবার জেগে এর প্রতিবাদ করুন আপনারা’।

এই বিষয়ে দিল্লী পুলিশের তরফে ডিসিপি (উত্তর) সাগর সিং কালসি জানান, ‘পিসিআর ভ্যান বা ফোন করে অভিযোগ দায়ের না হলেও, আমরা ভিডিও সূত্রে অভিযোগ নিয়েছি। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। এলাকার শান্তি-সম্প্রীতি নষ্টের চেষ্টা যারা করবে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে’। যদিও এই হুমকি দেওয়া ব্যক্তির এখনও কোন খোঁজ পায়নি পুলিশ, তবে তদন্ত জারি রেখেছে।

Smita Hari

সম্পর্কিত খবর