বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের বরেলিতে কংগ্রেস আয়োজিত একটি মহিলা ম্যারাথনের অনুষ্ঠানে তুমুল বিশৃঙ্খলা দেখা দিল। ওই ম্যারাথনে অংশগ্রহণ করতে এসেছিলেন কয়েক হাজার মহিলা। সেখানেই হঠাৎ করে অত্যধিক ভিড়ের কারণে ধাক্কা লেগে পড়ে যান অনেকেই।
ভিড় সামলাতে রীতিমতো কালঘাম ছুটে যায় পুলিশের। এমনকি, তৈরি হয় পদপিষ্ট হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও। অনেকেই ওই ভিড়ের কারণে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। কেউ গুরুতর আহত না হলেও মহামারীর আবহে অনুষ্ঠিত হওয়া এই ম্যারাথনকে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে দেশজুড়ে।
সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং উত্তর প্রদেশের ইনচার্জ প্রিয়াঙ্কা গান্ধী প্রদত্ত “ম্যায় লডকি হুঁ লড় সকতি হুঁ’ স্লোগানের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যদিও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানকার প্রাক্তন মেয়র সুপ্রিয়া অরন দাবি করেছেন যে, “বৈষ্ণদেবীতে যখন একাধিক জন পদদলিত হতে পারে তাহলে এখানে কেন হতে পারেনা!” পাশাপাশি তিনি এই পদদলিত হওয়ার পেছনে ষড়যন্ত্রের কথাও বলেছেন। তিনি জানান,”রাজ্যে যেভাবে আমাদের দলের জনসমর্থন বাড়ছে তাতে এই কর্মসূচিকে ব্যর্থ করার ষড়যন্ত্রও করা হতে পারে।”
যদিও, এই ঘটনায় বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন। পাশাপাশি, দেশজুড়ে ক্রমশ বাড়তে থাকা সংক্রমণের সময় কিভাবে এই বিপুল জমায়েত করা হল তা নিয়েও প্রশ্ন তোলেন শাহজাদ।
তিনি বলেন, “কংগ্রেসের আয়োজিত ম্যারাথনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেকেই পড়ে গিয়ে আহত হন। প্রাণহানির সম্ভাবনা থাকলেও সৌভাগ্যক্রমে কেউ মারা যাননি।” এরপরই তিনি প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধীর উদ্দেশ্যে প্রশ্ন তুলে জানতে চান, “প্রিয়াঙ্কা গান্ধীজি, জীবন নিয়ে এভাবে খেলা করা কি ঠিক? কোভিড বিশেষজ্ঞ রাহুলই বা চুপ কেন?’ যদিও, এই প্রসঙ্গে জাতীয় কংগ্রেস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
#WATCH | Stampede occurred during Congress' 'Ladki hoon, Lad Sakti hoon' marathon in Bareilly, Uttar Pradesh today pic.twitter.com/nDtKd1lxf1
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 4, 2022