প্রচন্ড ঝাঁকুনি আর তারপরেই …. প্রকাশ্যে করমণ্ডলের দুর্ঘটনার ভাইরাল হাড়হিম করা ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : গত শুক্রবার সারা দেশ সাক্ষী থেকেছে এক ভয়াবহ রেল দুর্ঘটনার। উড়িষ্যার বালেশ্বর এর কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) লাইনচ্যুত হয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে। এর ফলে খেলনা গাড়ির মতো উল্টে যায় করমণ্ডল এক্সপ্রেস এর বেশ কয়েকটি বগি।

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনশোর কাছাকাছি মানুষ। শত শত মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে একটি ভিডিও সম্প্রতি খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে এই ভিডিওটি করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার দিনের। দুর্ঘটনা ঘটার কিছু মুহূর্তের আগের ভিডিও সেটি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি জেনারেল কম্পার্টমেন্টে রেলের এক সাফাই কর্মী ঝাড়ু দিচ্ছেন। এরপর হঠাৎ প্রচন্ড ঝাঁকুনিতে ভিডিওটি আবছা হয়ে যায়। শোনা যায় একসাথে বহু মানুষের আর্তনাদ। অনেকের দাবি দুর্ঘটনা ঘটার কিছু মুহূর্তের আগের ভিডিওএটা। যদিও বাংলা হান্ট এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

কিন্তু যদি সত্যি এই ভিডিওটি দুর্ঘটনার আগের মুহূর্তের হয় তবে যে সেটি নিঃসন্দেহে রোমহর্ষক তা আর বলার অপেক্ষা রাখে না। এই ভিডিওর কমেন্ট সেকশনে বিভিন্ন ধরনের মন্তব্য লক্ষ্য করা গেছে। অনেকে এই ভিডিওটিকে জাল বলে ব্যাখ্যা করেছেন। আবার অনেকেই জানতে চেয়েছেন এই ভিডিওর গ্রহীতা সুস্থ আছেন কিনা।

অন্যদিকে, আগামীকাল নির্দিষ্ট সময় হাওড়ার শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে করমন্ডল এক্সপ্রেস। একরাশ আতঙ্ককে সঙ্গী করে এই ট্রেনে চেপে উঠেছিলেন হাজার হাজার যাত্রী। এদের মধ্যে কেউ যাচ্ছেন ভিন রাজ্যে কাজের সন্ধানে, আবার কেউ চিকিৎসার জন্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর