বাচ্চার জন্ম দেওয়ায় খুশিতে মেতে উঠল হাতির গোটা পরিবার! ঝড়ের গতিতে Viral হচ্ছে Video

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় হাতির একটি ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি হাতি বাচ্চার জন্ম দিচ্ছে। বাচ্চার জন্মের একটু দূরে দাঁড়িয়ে থাকা হাতিরা খুশিতে মেতে ওঠে। মন ছুঁয়ে যাওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।

এই ভিডিওটি ভারতীয় বন বিভাগের অয়াধিকারিক প্রবীণ কাসবন নিজের ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে নবজাতক সদস্য ঠিক করে মাটিতে দাঁড়াতেও পারছে না। আর সেই মুহূর্তে বেশ কয়েকটি হাতি এসে আনন্দ পালন করা শুরু করে দেয়।

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান ঘটনার ছবি বা ভিডিও প্রতিদিনই শেয়ার করি নেটদুনিয়ায়। অনেক সময় সেই ছবি বা ভিডিওগুলি তুমুল জনপ্রিয় বা ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিও যেমন আমাদের ভাবিয়ে তোলে তেমনই বেশ কিছু ভিডিও আমাদের নির্ভেজাল আনন্দ দেয়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

IMG 20210102 105955

আপনি কি কখনও কোনও হাতিকে কথা বলতে দেখেছেন?  আপনার উত্তর হবে না।  সম্প্রতি  সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও  ভাইরাল হচ্ছে।  এই ভিডিওতে হস্তিনী  এবং মাহুতকে ইঙ্গিতে ইশারা করে কথা বলতে দেখা যায়।  নেটপাড়ায় ইতিমধ্যেই শোরগোল তুলেছে এই ভিডিও

এই ভিডিওটি সনাতন ধর্মের অন্যতম বড়  মন্দির শ্রীরাঙ্গম মন্দির প্রাঙ্গণের।  শ্রীরাঙ্গমকে তামিল ভাষায় তিরুভরঙ্গমও বলা হয়।  এই মন্দিরটি তামিলনাড়ুর তিরুচিরাপল্লি শহরে।  এই মন্দিরে ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের পূজা হয়।  বিশ্বাস করা হয় যে এখানে যে কোনও ভক্ত এসে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশকে সত্য মন দিয়ে উপাসনা করেন, তাঁর সমস্ত ইচ্ছা পূর্ণ হয়।

এই মন্দিরে একটি হাতি রয়েছে, যার   সেবার জন্য একজন মাহুতকে রাখা হয়েছে।  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে মাহুত ঘরের বারান্দায় বসে আছেন এবং হাতি তাঁর কাছে এসেছে।  এর পরে, ইঙ্গিতে হাতি ও মাহুতের মধ্যে কথা চলে

মাহুত হস্তিনীকে অনেক কিছু জিজ্ঞাসা করেন এবং হাতিনীও তার সমস্ত প্রশ্নের উত্তর দেয়, কখনও কখনও অঙ্গভঙ্গি করে।  দেখে মনে হয় তারা যেন গল্প করছে।

এই  ভিডিওটি ভারতীয় বনসেবা অফিসার সুধা রামেন টুইটারে পোস্ট করেছেন।  এই ভিডিওটি এখন পর্যন্ত ৬৩ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।  একই সময়ে, প্রায় ৩৯০০ নেটিজেন এটি পছন্দ করেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর