বাংলা হান্ট ডেস্ক: বিমানে যাতায়াত করার সময় আমরা অনেক সময়ই অনেক দৃশ্যের সাক্ষী থাকি। মেঘের কোল দিয়ে ভেসে চলায় মাঝ আকাশে বিভিন্ন সব ঘটনা ঘটে। আর সেগুলোই বিমান যাত্রীরা ক্যামেরা বন্দী করে সমাজ মাধ্যমে পোস্ট করে থাকেন। তবে এবার তরুণী সমাজ মাধ্যমে যা প্রকাশ করলেন তা দেখে কিছুটা হতবাক নেট নাগরিকরা। জলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে যাচ্ছে বিমান। গোটা এলাকা ভেসে গিয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে। শিহরিত ঘটনা সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও (Viral Video)।
অগ্নুৎপাতে ঢেকে গিয়েছে এলাকা ভাইরাল ভিডিও (Viral Video):
সম্প্রতি সমাজের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে যাচ্ছে বিমান। আগ্নেয়গিরি থেকে বেরনো উত্তপ্ত লাভায় আশেপাশের অঞ্চল ঢেকে গিয়েছে। এমনকি আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘের মতো আগুনের ধোঁয়া। আর এ গোটা বিষয়টি চাক্ষুষ দর্শন করেছেন প্লেনে থাকা যাত্রীরা। তার মধ্যে এক তরুণী ওই মুহূর্তটির ভিডিও ক্যামেরায় বন্দী করে নেন।
ঘটনাটি ঘটেছে আইসল্যান্ডের (Iceland) রেইকজেনেস উপদ্বীপের আগ্নেয়গিরিতে। জানা গিয়েছে, ২০২১ সাল অব্দি টানা ৮০০ বছর এখানে কোন অগ্নুৎপাতই হয়নি। পরবর্তীতে এখানে অগ্নুৎপাত শুরু হয়। তবে চলতি বছর প্রায় সাত বারের মতো এই ঘটনা ঘটতে দেখা গেল। বিশিষ্ট গণমাধ্যমে দাবি করা হয়, এই অগ্নুৎপাতের ফলে আইসল্যান্ডের বিখ্যাত পর্যটনস্থল ব্লু লেগুন ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পর্যটকদের এবং নিকটবর্তী শহর গ্রিন্ডাভিক থেকে বাসিন্দাদের আগেই অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। কারণ অগ্ন্যুৎপাতটি প্রায় তিন কিমি দীর্ঘ ছিল। এতে করে মানুষদের ক্ষতি হবার সম্ভাবনাও ছিল প্রবল।
আরও পড়ুন: অনর্গল ইংরেজি বলছে বিড়াল, I Iove You থেকে hello সবই যেন মুখস্থ, ভিডিও দেখলে মন ছুঁয়ে যাবে আপনার!
ভিডিওটি পোস্ট করা হয়েছে ক্যালেইগ নামের অ্যাকাউন্ট থেকে। যেখানে ক্যাপশনে লেখা রয়েছে, “My life has peaked. Nothing is ever topping this. Volcano erupted last night in Iceland” অর্থাৎ “আমার জীবনে এক চরম মুহূর্তের সাক্ষী থাকলাম। এরপর আর কোন কিছুই কখনো এই দৃশ্যকে টপকাতে পারবেনা। আইসল্যান্ডে গত রাতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে।” যদিও তরুণটির ওই ভিডিও সমাজ মাধ্যমে রাতারাতি বেশ ভাইরাল হয়ে যায়।
https://twitter.com/PatterKayleigh/status/1859669850194575430
ইতিমধ্যে এই ভিডিওটির (Viral Video) ভিউজ সংখ্যা প্রায় ৬ মিলিয়নের ওপরে। এমনকি এই ভিডিওতে লাইক এবং কমেন্টেরও ঝড় উঠেছে। অনেকেই এই ভিডিওতে চমৎকার বলে সমর্থন করেছেন। আবার কেউ কেউ এটিকে ভয়ানক বলেও দাবি করেছেন। অগ্ন্যুৎপাতের ফলে বিমানের ক্ষতি হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক নেট নাগরিকরা। যদিও ওই তরুণীর মতে তাদের কোন ক্ষতি হয়নি।