বাংলা হান্ট ডেস্ক: এতদিন বিভিন্ন কার্টুন, সিনেমায় দেখা যেত ড্রাগনের মুখ থেকে আগুন বেরোতে। কিন্তু কখনো কি শুনেছেন মুরগির মুখ থেকে আগুন বেরোতে? তবে না শুনলেও এমনই ঘটনা ঘটেছে, আর সেই ভিডিওই সমাজ মাধ্যমে দেদার ভাইরাল (Viral)। মুরগির পেটে চাপ দিতেই বেরিয়ে আসছে আগুন। ভাইরাল এই ভিডিও দেখে অবাক হয়েছেন অনেকেই। কিন্তু হঠাৎ এমন হওয়ার পিছনে কারণ খুঁজছেন গ্রামবাসীরা।
মুরগির মুখ থেকে বেরোচ্ছে গনগনে আগুন ভাইরাল (Viral) ভিডিও:
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে কর্নাটকের (karnataka) সাক্লেশপুর গ্রামে। ভাইরাল (Viral) এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মৃত মুরগি যার পেটে চাপ দিতেই মুখ থেকে বেরিয়ে আসছে আগুন। সেইসাথে ধোঁয়া বেরোতেও দেখা যায়। আশ্চর্যের বিষয় জীবিত অবস্থায় নয় বরং মৃত অবস্থায় মুরগির পেট থেকে বেরোচ্ছে আগুন। আর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে।
Chicken are mysteriously dying, and their dead bodies are emitting fire (in Sakaleeshpur Indian village)
Debate below – Real or CGI?
https://t.co/NaQT6mvx2J— DramaAlert (@DramaAlert) December 26, 2024
রহস্যজনকভাবে মৃত্যু একাধিক মুরগির: শুধু তাই নয় পাশাপাশি জানা গিয়েছে, ওই গ্রামে একাধিক মুরগির মৃত্যু হয়েছে। কিন্তু ঠিক কি কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো অজানা। সমাজ মাধ্যমে ভাইরাল (Viral) ওই ভিডিওতেই দেখা গিয়েছে, একসাথে একাধিক মুরগি মৃত অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। কিন্তু এতগুলো মুরগির মৃত্যু কিভাবে ঘটতে পারে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও অনুমান করা হচ্ছে কোন বিষক্রিয়ার প্রভাবে হয়তো এমন ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ অভিযোগ থাকলে সরাসরি ফোন! বাংলার বাড়ি নিয়ে বিরাট উদ্যোগ সরকারের! রইল নম্বর
ভাইরাল এই ভিডিওটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলের একটি অ্যাকাউন্ট থেকে। যেখান থেকে গোটা বিষয়টি সম্পর্কে জানা যায়। ইতিমধ্যে এই ভিডিওটিতে প্রায় লক্ষ লক্ষ ভিউজ উঠে এসেছে। মৃত মুরগির মুখ থেকে আগুন বেরোতে দেখে নেট জনতারাও শিহরিত। কেউ কেউ দাবি করেছেন, হয়তো কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ তারা গ্রহণ করেছে, যার ফলে এমন ঘটনা ঘটেছে। আবার কেউ দাবি করেছেন, এটি ফসফরাসের প্রভাব হতে পারে।
আরও পড়ুনঃ অভিযোগ থাকলে সরাসরি ফোন! বাংলার বাড়ি নিয়ে বিরাট উদ্যোগ সরকারের! রইল নম্বর
একদিক থেকে যেমন বিষয়টিকে রাসায়নিক বিষক্রিয়ার প্রভাব হিসেবে গণ্য করা হচ্ছে। উল্টোদিকে ভাইরাল (Viral) ভিডিওটিকে এডিট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। একজন নেট নাগরিক বলেছেন, এটা সত্যি নয়, বরং ভিএফএক্স-এর মাধ্যমে দেখানো হচ্ছে। আবার কেউ বলেছেন “এটা একেবারেই মিথ্যে”। যদিও এমন ঘটনা নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে তা সত্যিই জানা যায়নি। এমনকি এতগুলো মুরগির মৃত্যুর পিছনে কারণও রহস্যই থেকে গেছে।
(ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)