বাংলাহান্ট ডেস্ক: চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের (Cororna Virus) আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩০০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। বহু মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ। চিনে অব্যাহত রয়েছে মৃত্যুমিছিল। সবথেকে ভয়াবহ খবর হল অবশেষে ভারতেও থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই ২০৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
সর্বক্ষণ করোনা নিয়ে প্রচার করা হচ্ছে। রোগের লক্ষণ, সম্ভাব্য প্রতিরোধের উপায় সবই মানুষের জন্য জানানো হচ্ছে। চিকিৎসকরা বারবার বলছেন করোনা নিয়ে মিথ্যা প্রচার না চালাতে। এতে মানুষের মনে অহেতুক ভয়ের সঞ্চার হচ্ছে। তাই যে যেমন ভাবে পারছেন মন থেকে দুশ্চিন্তা দূর করার চেষ্টা চালাচ্ছেন। কেউ মিম বানিয়ে মজা করছেন আবার কেউ বা করোনা নিয়ে বানিয়ে ফেলেছেন গান। সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, করোনার ভয় কাটাতে এক তরুণী হিন্দি গানের সুরে নাচছেন। তবে তিনি এদেশের নন, গ্রিসের। করোনা আতঙ্ক থেকে মনকে দুশ্চিন্তা মুক্ত রাখতে মাধুরী দীক্ষিতের জনপ্রিয় গান ‘এক দো তিন’ এর সুরে নেচে উঠেছেন তিনি।
তরুণীর নাম ক্যাটরিনা কোরোসিদৌ। তাঁর বন্ধু বেলুস্ট নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর নাচের ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সারা বিশ্ব যখন করোনার আতঙ্কে দুশ্চিন্তাগ্রস্ত তখন আমার সহকর্মী ক্যাটরিনা কাজ করতে করতে নাচছেন করোনা নিয়ে চিন্তা দূর করতে। ক্যাটরিনা গ্রিসে থাকেন এবং ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের খুব বড় ভক্ত।’
https://twitter.com/Mr_Belutsch/status/1239548508367192064
ক্যাটরিনার এই ভিডিওতে ৫ হাজারের ওপর লাইক পড়ে গিয়েছে। নেটিজেনরাও বেশ পছন্দ করেছেন তাঁর দুশ্চিন্তা দূর করার এই পন্থা। যত সময় যাচ্ছে ততই লাইক ও কমেন্টের সংখ্যা বাড়ছে ভিডিওতে।