বিবাহের পর নাতাশাকে প্রায় কাঁধে তুলে নাচলেন হার্দিক! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ভারতের দলের (Team India) টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করা হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) সম্প্রতি নিজের আনুষ্ঠানিক বিবাহ সেরেছেন নিজের স্ত্রী নাতাশা স্ট‍্যানকোভিচের (Natasa Stankovic) সাথে। ২০২৩ সালের ভ্যালেন্টাইনস ডে-র (Valentines Day) দিন অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারি একটি জমকানো অনুষ্ঠানের মাধ্যমে তারা একে অপরকে আনুষ্ঠানিকভাবে সকলের সামনে বিবাহ করেছেন। তাদের বিবাহের চিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তিন বছর আগে ২০২০ সাল নাগাদ অফিসিয়াল বিবাহ ছেড়েছিলেন নাতাশা এবং হার্দিক। কিন্তু করোনার প্রকোপের কারণে সেবার বড় করে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তিন বছর পরে এসে যখন হার্দিক সাফল্যের চূড়ায় রয়েছেন ব্যক্তিগত স্তরে তখন সেই আফসোস মিটিয়ে নিলেন এই দম্পতি। উদয়পুরে বড় করে অনুষ্ঠান করে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুজনে।

তাদের বিশেষ মুহূর্তের ছবিগুলি দেখেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছিল। এরপর সম্প্রতি তাদের একটি নৃত্যের ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কোন একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে হার্দিকের কাঁধে ভর দিয়ে খুশি মনে নাচ করছেন নাতাশা। যোগ্য সঙ্গত দিচ্ছিলেন জুনিয়র পান্ডিয়াও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্র সেটি ভাইরাল হয়ে যায়।

হার্দিক গত বছর থেকেই সময়ে সময়ে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পালন করছেন। চলতি বছরেও তার নেতৃত্বে ঘরের মাটিতে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলা খেলেছে ভারত এবং মজার ব্যাপার হলো অধিনায়ক হিসেবে এখনো কোনও সিরিজে হারের মুখ দেখেননি হার্দিক। সম্প্রতি ওডিআই ফরম্যাটেও রোহিতের ডেপুটির ভূমিকায় দেখা গেছে তাকে। ছুটি কাটিয়ে গত বছর আইপিএলে প্রত্যাবর্তনের পর থেকেই হার্দিক নিজে ব্যক্তিগত স্তরে দুর্দান্ত জায়গায় রয়েছেন।

চলতি বছরের শুরুর ২ মাসেই বেশ কিছু তারকা ক্রিকেটার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। হার্দিকের আগেই ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটের লোকের রাহুল এবং অক্ষর প্যাটেল জমকালো অনুষ্ঠান করে নিজেদের বিবাহ সম্পন্ন করেছেন। এর জন্য তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। হার্দিক যেহেতু ভারতীয় টেস্ট দলের অংশ নন, তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন নিজের বিবাহ সেরে রাখলেন তারকা অলরাউন্ডার।

সম্পর্কিত খবর

X