বাংলা হান্ট ডেস্ক: হিন্দুদের কাছে, গোরু হচ্ছে স্বয়ং ভগবানের স্বরূপ। এমনকি গোরুর দুধ থেকে শুরু করে গোবর সমস্ত কিছুই পবিত্র অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। তবে এবার গোমূত্র নিয়ে বিশেষ দাবি করলেন আইআইটি মাদ্রাজের (IIT Madras) ডিরেক্টর ভি কামাকোটি। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। বলা যায় গোমূত্র নিয়ে প্রশংসা করেছেন তিনি। সেইসাথে জানিয়েছেন গোমূত্রের উপকারিতা সম্পর্কে।
আইআইটি মাদ্রাজের (IIT Madras) ডিরেক্টরের ভাইরাল ভিডিও:
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। আর এই ভাইরাল ভিডিওকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। এই ভিডিওতে আইআইটি মাদ্রাজের (IIT Madras) ডিরেক্টর ভি কামাকোটি দাবি করেছেন, গোমূত্রে ঔষধি গুণ রয়েছে। তাঁর মতে, এর মাধ্যমে যেকোনও ধরনের সংক্রমণ এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এমনকি হজমের বৃদ্ধিতেও দারুণ কাজ করে বলে জানিয়েছেন তিনি।
আইআইটি মাদ্রাজের (IIT Madras) ডিরেক্টর কামাকোটি এই ভাইরাল ভিডিওতে একটি গল্পও শুনিয়েছেন। তিনি জানান, “একবার এক সাধুকে দেখেছিলাম, যিনি প্রবল জ্বরে কাবু ছিলেন। যখন ডাক্তার ডাকার ভাবনাচিন্তা চলছে। তখন তিনি বলেছিলেন, গোমূত্রন পিনামি। সেই সাধুর নামটি আজ মনে নেই। তবে দেখেছি, তিনি সেই সময় গোমূত্র পান করে নিয়েছিলেন। এবং মাত্র ১৫ মিনিটের মধ্যে সেই সাধুর গায়ের তাপ কমতে শুরু করেছিল।” (ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)
மூளை வலிமை அதிகம் கொண்ட கும்பல் ஆட்சியில் ஐஐடி இயக்குநர் லட்சணத்தை பாருங்கள்.. கோமியம் காய்ச்சல் மருந்தாம் pic.twitter.com/3StltuzStU
— Subathra Devi (@SubathraDevi_) January 18, 2025
অর্থাৎ আইআইটি মাদ্রাজের (IIT Madras) ডিরেক্টর কামাকোটির দাবি অনুযায়ী, গোমূত্র বহুরোগের ওষুধ। ভাইরাল এই ভিডিওতে তিনি আরও জানিয়েছেন, গোমূত্রে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং হজমকারক বৈশিষ্ট্য। বিশেষ করে, আমাশার মত রোগ সারাতে অত্যন্ত কার্যকরী। চেন্নাইয়ে গো সংরক্ষণশালায় আয়োজিত মাতু পোঙ্গল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর। আর সেখানেই তিনি গোমূত্র নিয়ে এমন দাবি করেন। রাতারাতি সেই ভিডিও সমাজ মাধ্যমে তুমুল ভাইরাল হয়।
আরও পড়ুনঃ সঞ্জয়ের ফাঁসি না হওয়ায় আশাহত মমতা! বললেন ‘এই নরপিশাচকে …’
তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে জোর বিতর্ক। রাজনৈতিক স্তরে শুরু হয়েছে জল্পনা। আইআইটি মাদ্রাজের (IIT Madras) ডিরেক্টর কামাকোটির ভাইরাল হওয়া ভিডিওর উপর ভিত্তি করে ডিএমকে নেতা টিকেএস এলানগোভান বলেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হচ্ছে দেশ থেকে শিক্ষাদীক্ষা তুলে দেওয়া। উল্টোদিকে কংগ্রেসের কার্তি চিদম্বরম এর বিরুদ্ধে বলেন, আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের মুখে এরকম কথা মানায় না। পাশাপাশি আরও দাবি করা হয়েছে, কানাকোটির এই মন্তব্য বিশ্বাস না করার। টিপিডিকে দলের তরফে বলা হয়েছে, কামাকোটিকে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। না হলে আমরা প্রতিবাদ-আন্দোলন করব। অর্থাৎ সবমিলিয়ে কামাকোটির এই মন্তব্য সকলের উপর বেশ প্রভাব ফেলেছে।