বাংলাহান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত অভিযানে’ সাড়া দিয়ে সাম্প্রতিক অতীতে একাধিক উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways-IRCTC)। তবে রেল যাত্রীদের একাংশই মাঝেমধ্যে প্রশ্ন তোলেন ট্রেন বা স্টেশনের স্বচ্ছতা নিয়ে। এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা চমকে দিয়েছে অনেককে।
ভারতীয় রেলের IRCTC কর্মীর (Indian Railways-IRCTC) ভিডিও ঘিরে তোলপাড়
এক্স হ্যান্ডেলে একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক আইআরসিটিসি (Indian Railways-IRCTC) কর্মী চলন্ত ট্রেন থেকেই ময়লা ফেলছেন ট্রেনের বাইরে। আর এই ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠে যায় ভারতীয় রেলের (Indian Railways) স্বচ্ছতা অভিযান নিয়ে। এক্স হ্যান্ডেলে ভিডিওটি বুধবার রাতে পোস্ট করা হয়। এই ভিডিওটি যিনি পোস্ট করেছেন তিনি জানিয়েছেন, প্রয়াগরাজ থেকে মুম্বই যাচ্ছিল ট্রেনটি।
আরও পড়ুন : হঠাৎ আদালতে অবস্থান বদল রাজ্যের আইনজীবীর! শুনেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
ভিডিওটিতে (Viral Video) দেখা যায়, আইআরসিটিসির এক অন বোর্ড হাউসকিপিং সার্ভিস (ওবিএইচএস) কর্মী চলন্ত ট্রেনের এসি কামরার বাথরুমের দেওয়ালে লাগানো নোংরার বাক্স থেকে আবর্জনা ফেলে দিচ্ছেন বাইরে। এমনকি ভিডিওতে শোনা যায় , অনেকেই এই কর্মীকে জিজ্ঞাসা করছেন কেন তিনি এভাবে নোংরা ফেলছেন ট্রেনের বাইরে। যদিও যাত্রীদের প্রশ্নে কিঞ্চিৎ বিচলিতও হননি এই আইআরসিটিসির কর্মী।
যাত্রীদের প্রশ্নের পাল্টা উত্তর দিয়ে তিনি বলেন, “রাতভর এটা (নোংরার বাক্স) ভর্তি করতে থাকলে এত ময়লা কোথায় ফেলব?” এরপর আগুনের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রেল কর্মীর এই ভিডিও। এরপরই তৎক্ষণাৎ সেই অভিযুক্ত কর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় আইআরসিটিসি। পাশাপাশি মোটা টাকার জরিমানা করা হয় ট্রেনের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কন্ট্রাক্টরকেও।
Indian Railways must find this officer and suspend him at once. As a punishment, he must be posted at station and made to clean the platforms and pick up trash from the tracks. Railways is better off with one such unthankful and dirty employee less.
He’s the real trash ️ pic.twitter.com/YjGMxpoATb
— Yo Yo Funny Singh (@moronhumor) March 6, 2025
যদিও আইআরসিটিসির এই পদক্ষেপের পরেও থামছে না বিতর্ক। অনেক ট্রেন যাত্রী বলছেন, এই ভিডিও হিম শৈলের চূড়া মাত্র। একজন কর্মীকে শাস্তি দিয়ে কী হবে? অনেকেই দাবি করেছেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন এমন বহু ঘটনা দেখা যায়। আবার অনেকেই আইআরসিটিসিকে প্রশ্ন করেছেন, সত্যিই কি ওই কর্মীকে শাস্তি দেওয়া হয়েছে? নাকি সম্পূর্ণটাই ‘আইওয়াশ?’