বাংলা হান্ট ডেস্কঃ বনে মানুষ শুধু নয়, বন্য প্রাণীরাও সবসময় যে নিরাপদ নয়, তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল এক ভাইরাল ভিডিওতে (viral video)। শিকার করতে আসা সিংহের (lion), হাত থেকে প্রাণ নিয়ে পালাল এক জেব্রা (zebra)। জেব্রার সাহসিকতার প্রশংসা করল নেটিজনরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জঙ্গলে একটি সিংহ শিকারের খোঁজে আসে। সামনে থাকা একটি জেব্রার উপর প্রথমে ঝাঁপিয়ে পড়ে সিংহটি। প্রথমে জেব্রাটির ঘাড় শক্ত করে ধরে মাটিতে আছড়ে ফেলে দেয়। তারপর ওই ভাবেই সিংহটিকে সঙ্গে নিয়ে রাস্তার একপাশ থেকে অন্য পাশে যায় জেব্রাটি।
— عالم الحيوان (@Animal_WorId) November 5, 2021
সিংহটি নিজেও বুঝতে পারেনি, ওই দুর্বল জেব্রা কিভাবে তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। নিজের প্রাণ বাঁচাতে ওই দুর্বল প্রাণী জেব্রাও নিজের সবটুকু দিয়ে সিংহের মুখ থেকে নিজেকে ছাড়িয়ে আনে। আর উলটো দিকে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।
স্যোশাল মিডিয়ায় এই দৃশ্যের ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। একজন দুর্বল প্রাণী কিভাবে নিজের প্রাণ বাঁচাতে শক্তিশালী প্রাণীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তা দেখে জেব্রার সাহসিকতাকে কুর্নিশ জানায় নেটিজনরা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই ভিডিও।