বাজার থেকে আদা রসুন পেস্ট এনে খাচ্ছেন, সাবধান! মশলা তৈরীর ভিডিও দেখলে আর খাবেন না!

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান যুগে আমরা উন্নতির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছি। খাওয়া থেকে শুরু করে বিনোদন, ঘুমানো, সবেতে যেন ভাইরাল ভিডিয়োর (Video) ছোঁয়া কিন্তু এই আধুনিকতার বশবর্তী হতে গিয়ে আমরা কোন নরকের দ্বারে পৌঁছে গিয়েছে তার ধারণা নেই।  বিজ্ঞান উন্নত হওয়ার ফলে আজ মানুষ যেকোনো জিনিসকেই অত্যন্ত সহজলভ্য করে তুলেছে।

আরোও পড়ুন : অভিষেককে পুলিশমন্ত্রী করার দাবি! ‘মমতার থেকে বলিষ্ঠ কেউ নন’! ফিরহাদের কথায় তোলপাড়

সময়ের আগেই সবজি পাকিয়ে ফেলা হচ্ছে। তার জন্য প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন রকমের রাসায়নিক। শুধু কি তাই এখনকার দিনে কাটা বাটা ঝামেলা দূর করতে মানুষ আদা-রসুনের পেস্ট কিনে নিয়ে আসছেন। কিন্তু এতে করে যে জীবনে কত ক্ষতি হচ্ছে তা আপনারা জানেন না। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও (Video) দেখলে আর জীবনেও আদা রসুনের পেস্ট কিনবেন না। 

আদা রসুন পেস্টের ভাইরাল ভিডিও (Video): 

আজকাল এই ব্যস্তযুগে কেউই ঝক্কি পোহাতে চান না। রান্নাতেও সেই একই জিনিস। তবে সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও (Video) বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে (Video) দেখা যাচ্ছে ঠিক কিভাবে রসুনের পেস্ট তৈরি করা হয়েছে। ভিডিও (Video) মারফত জানা গিয়েছে, পচা রসুন বেটে তৈরি করা হচ্ছে সেই মিশ্রণটি। আর সেগুলোই বাজারে পরবর্তীতে প্যাকেট হিসেবে ক্রেতারা বিক্রি করছেন। সাম্প্রতিক এই নিয়ে পুলিশদের কাছে অভিযোগ উঠে আসে।

Garlic paste Video

এমনকি এই অভিযোগ পেয়ে পুলিশরা ৮ জনকে গ্রেফতার করেছে বলেও জানা যায়। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঘরে বস্তার পর বস্তা রসুন রাখা রয়েছে। আর তার ঠিক পাশে গামলার পর গামলা সাজানো রয়েছে রসুনের পেস্ট। আর যে মিশ্রণটি তৈরি হয়েছে সেগুলি পচা রসুন দিয়েই তৈরি বলে জানা যায়। এমনকি আশেপাশে বিভিন্ন যন্ত্রপাতিও পড়ে রয়েছে। এগুলির মাধ্যমেই হয়তো তারা রসুনের পেস্ট তৈরি করতো। জানা গিয়েছে, এই কাজটি করতো আট জন ব্যক্তি মিলে।

ওই আট ব্যক্তিকেই গ্রেফতার করেছে পুলিশ আধিকারিকেরা। ঘটনাটি ঘটেছে, সেকেন্দরাবাদের রাজা রাজেশ্বরী নগরে। অনেকদিন ধরেই পুলিশের কাছে এই নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসে। সম্প্রতি তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, ১৫০০ কেজি রসুন পেস্ট এবং ৪৮০ কেজি পচা ক্ষতিগ্রস্ত রসুন উদ্ধার করা হয়েছে। এছাড়াও যন্ত্রপাতি সহ বিভিন্ন জিনিসও বাজেয়াপ্ত করেছেন পুলিশ কর্মীরা। যিনি ভিডিওটি (Video) পোস্ট করেছেন তিনি এর মাধ্যমে সতর্ক করেছেন, এবং ভেজাল আদা রসুনের পেস্ট খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর