বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আমরা একাধিক সময় মানুষ এবং বিভিন্ন পশু-প্রাণীর মধ্যেকার নানান ভাইরাল ভিডিও দেখতে পাই, যেখানে কখনো দেখা যায় তাদের মধ্যে খুনসুটি চলছে তো কখনো আবার তাদের ভালোবাসার সুন্দর চিত্র উঠে আসে আমাদের সামনে। তবে আজ যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি দেখে আপনারা যেমন আশ্চর্য হবেন ঠিক তেমনি ভাবে ভিডিওটিতে রয়েছে সুন্দর বার্তা।
‘Awanish Sharan’ নামক ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। ভিডিওর শুরুতে একটি রাস্তার ছবি দেখা যায় এবং সেখানে বেশ কিছু পাখির দেখাও মেলে। এরপর ভিডিও শুরু হওয়ার সাথে সাথে দেখা যায়, রাস্তার ধারে একটি চেয়ারের মধ্যে বসা এক ব্যক্তি নলের মাধ্যমে জল ছড়িয়ে দিচ্ছে সেই সকল পাখিদের উদ্দেশ্যে। প্রথমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা হতভম্ব হয়ে গেলেও পরে এটি স্পষ্ট হয়ে যে, প্রচণ্ড দাবদাহের মধ্যে যাতে পাখিগুলি কিছুটা হলেও শান্তি পায়, সেই কারণেই ব্যক্তিটি এই কাণ্ড ঘটিয়ে চলেছে।
এরপর দেখা যায়, তীব্র গরমের মধ্যে ঠান্ডা জলের স্পশে কিভাবে উল্লাসে এবং আনন্দের সাথে স্নান করে চলেছে সেই পাখিদের দল। ফলে ভিডিওটি যেমন সকলকে অবাক করেছে, ঠিক তেমনিভাবে ভিডিওটির মাধ্যমে এই বার্তাটি দেওয়া হয়েছে যে, শুধুমাত্র মানুষ নয়, এই গরমে সকল প্রাণীরই কষ্ট হওয়া স্বাভাবিক এবং আমরা যদি সামর্থ্য হই, তো অবশ্যই তাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। ভিডিওটি দেখে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এতটাই মুগ্ধ হয়ে যায় যে কমেন্ট করে তাদের সেই ব্যক্তিটির প্রশংসা করতেও দেখা যায়।
पक्षियों को भी इस गर्मी से राहत चाहिए.
pic.twitter.com/ooDieIzZJb
— Awanish Sharan
(@AwanishSharan) April 10, 2022
ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লাইক ও কমেন্ট দিয়ে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।