জিরাফকে সঙ্গে নিয়ে বিয়ের ছবি তুলতে গিয়ে ঘটল অদ্ভুত কাণ্ড, দেখুন ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ বিয়ের মরশুমে নানা ভিডিও ভাইরাল হওয়া এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিয়ের মরশুমে বিয়ের সাজে ফটো  তুলতে এখন সবাই ব্যস্ত। বিয়ের আগে হোক বা পরে, বিয়ের সাজে ছবি তুলতে সবাই চায়। বর্তমান দিনে এক ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে ‘প্রি ওয়েডিং’ ফটো শুট। অর্থাৎ হবু বউ এবং বর বিয়ের আগে একে অপরের সাথে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলে। একসঙ্গে কাটানো বিভিন্ন সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দী করে রাখা। আর এই ছবি তোলার জন্য কত দূর দূরান্তই না যাচ্ছে না তাঁরা।

IMG 20200315 213526

 

বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন জিনিসের সাথে তোলা হয় এই ওয়েডিং ফটো। শুধুমাত্র শখ করে নিজেদের ক্যামেরায় নয়, রীতিমত অভিজ্ঞ ফটোগ্রাফারদের উপযুক্ত পারিশ্রমিক দিয়ে সিনেমার আদলে এই ফটো তোলেন হবু বর কনেরা। সম্প্রতি এই বিয়ের ফটোশুট করতে গিয়ে বিপাকে পড়েন এক প্রবাসী ভারতীয় (India) দম্পতি। ক্যালিফর্নিয়ায় (California) মালিবুর স্যাডেলরকে বিয়ের জন্য ফটোশুট করতে গেছিলেন ভারতীয় দম্পতি অমিশ ও মেঘনা। তাঁদের সঙ্গে ছিলেন ফটোগ্রাফাররাও।

নিজেদের মেজাতে তাঁরা ফটো তুলছিলেন। তাঁদের ইচ্ছা হয়েছিল এই ফটোশুটে তাঁরা এক জিরাফকে (Giraffe) সঙ্গে নিয়ে ছবি তুলবেন। জিরাফটির নাম স্ট্যানলি। পরিকল্পনা অনুযায়ী তাঁরা জিরাফের সামনে দাঁড়িয়ে ফটোও তুলছিল। কিন্তু হঠাৎ করে জিরাফ বাবাজি তাঁর লম্বা গলা দিয়ে খাবার ভেবে বরের মাথার পাগড়ি টানতে শুরু করে। প্রথম দিকটায় বুঝতে পারেনি কেউ। কিন্তু পড়ে বেগতিক দেখে জিরাফের লম্বা গলার উপর থাকা মুখ থেকে নিজের পাগড়ি ছিনিয়ে নেয় বর।

পাত্রের উপস্থিত বুদ্ধি ও অন্যদের তত্‍পরতায় এ যাত্রায় বেঁচে যায় বর। এই দৃশ্য দেখে ফটোগ্রাফাররা বর কনের ছবি না তুলে জিরাফের কান্ড কারখানার মুহুর্ত ক্যামেরা বন্দী করে নেয়। পরে এই ভিডিও নেট দুনিয়ায় পোস্ট করলে, তা ভাইরাল হয়ে যায়।

Smita Hari

সম্পর্কিত খবর