কফিন খুলতেই বেরিয়ে এলো আড়াই হাজার বছরের পুরনো মমি, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও

viral video : মিশর শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে তা অনেকটা এরকম। হাজার হাজার মাইল বিস্তৃত মরুভূমি আর তার মাঝে দম্ভভরে দাঁড়িয়ে আছে পিরামিড । তার মধ্যে চিরনিদ্রায় শায়িত রাজা ও পুরোহিতদের মমি। সামাজিক মাধ্যমে অনেকেই আমরা মমি দেখেছি। যাদুঘরেও মমি দেখেছি অনেকেই। কিন্তু মমির কফিন খোলার দৃশ্য দেখেছেন কখনো? মিশরে আড়াই হাজার বছরের পুরোনো মমির কফিন খোলার ভিডিও এই মুহুর্তে তুমুল ভাইরাল নেটপাড়ায়।

IMG 20201006 210106

মেমফিসের নেক্রোপোলিস নামে পরিচিত সারাক্কা মিশরের এক বিশাল সমাধিক্ষেত্র। এখান থেকেই অতি সম্প্রতি পাওয়া গিয়েছে ৫৯ টি কাঠের কফিন। যেগুলি প্রায় অবিকৃত অবস্থাতেই রয়েছে। মনে করা হচ্ছে এগুলি মিশরের পুরোহিত ও অভিজাত সম্প্রদায়ের মমি৷ তারই একটি খোলা হল শনিবার।

মমি খোলা হয়েছিল জনগনের সামনেই। মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রক এই মমি খোলার ভিডিও ধারন করে। পরবর্তী কালে তা পোস্ট করা হয় সামাজিক মাধ্যমে।  আর পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় ভিডিওগুলি। লক্ষ লক্ষ লাইক কমেন্ট শেয়ারের বন্যায় ভেসে গিয়েছে সামাজিক মাধ্যম।

তবে একদল নেটিজেন ইতিমধ্যেই এই নিয়ে মস্করায় মেতেছেন। তাদের বক্তব্য এই ২০২০ সালে মমির কফিন খোলা উচিত হবে না। এমনিতেই মহামারির কারনে বিশ্বের বেহাল দশা, এর পর যদি মমির অভিশাপ লাগে তবে আর রক্ষে নেই। তাদের মতে নতুন বছরেই এই কফিন খুললে ভালো হত।

https://twitter.com/VisuallySt/status/1313078675777216512?s=19

সম্পর্কিত খবর