পুলিশের মারে লুটিয়ে পড়েছে কমরেড, ওঠারও নেই শক্তি! তবুও বলছে ইনকিলাব জিন্দাবাদ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ শিল্প, কর্মসংস্থান সমেত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নবান্ন অভিযান করেছিল বামেদের যুব সংগঠন। আর সেই নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। বামেদের ঠেকাতে পুলিশ লাঠিচার্জ, জল কামান ব্যবহার করে। পুলিশের লাঠিচার্জে বামেদের অনেক কর্মী গুরুতর আহত হয়।

পুলিশের মারে আহত এক কমরেডের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে বামেদের যুব সংগঠনের এক সদস্যকে রাস্তায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে বামেদের ওই কর্মী পুলিশের লাঠির ঘায়ে গুরুতর আহত হয়েছেন।

তবে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা কমরেডের মুখ দিয়ে ‘ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান বের হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আজকের এই ভিডিও বেশ ভাইরাল হচ্ছে।

আরেকদিকে, আর এই ঘটনার প্রতিবাদে বামেরা আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে। সিপিএমের প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে বলেন, ‘আজক্র ঘটনার সম্পূর্ণ দায় নিতে হবে রাজ্য সরকারকে। আর আহতদের ক্ষতিপূরণও দিতে হবে।”

X