বাংলাহান্ট ডেস্ক : দেশের নাগরিকদের সুবিধার জন্য সরকারের পক্ষ থেকে পরিবহণ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো হচ্ছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের পরিবহণ ক্ষেত্রে মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবহণ মাধ্যম। মেট্রোরেল বা পাতাল রেলে করে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়।
যত সময় যাচ্ছে ততই মেট্রো পরিষেবা দেশের বিভিন্ন অংশে বিস্তার লাভ করছে। তবে মাঝেমধ্যেই এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যার জেরে খবরের শিরোনামে উঠে আসে একাধিক মেট্রো স্টেশনের নাম। এবার ঠিক এমনই এক ঘটনা ঘটল। মাঝেমধ্যে এমন বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় যাতে অনেক সময় যুগলদের অশ্লীল কাজকর্ম করতে দেখা যায় মেট্রো স্টেশন কিংবা কোচের ভিতর।
আরোও পড়ুন : আসছে ক্যান্সারের যম! দাম মাত্র ১০০ টাকা, দুর্দান্ত এক ওষুধ তৈরীর দাবি ভারতীয় গবেষকদের
এই ধরনের দৃশ্য স্বাভাবিকভাবেই খুব অস্বস্তিকর হয় অন্যান্য যাত্রীদের জন্য। সম্প্রতি সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক যুগল একে অপরকে স্টেশনের মধ্যে প্রকাশ্যে চুম্বন করছেন। এই ভিডিও দেখে অনেকেই ঘটনার নিন্দা করেছেন। রীতিমতো সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
আরোও পড়ুন : হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের! আদালতের এই রায়ে আনন্দে আত্মহারা BJP কর্মীরা
বহু মানুষ বলেছেন এই ধরনের ঘটনার ফলে সহযাত্রীরা অস্বস্তির মুখোমুখি হবেন। আবার সেখানে যদি কোনও শিশু চলে আসে, তার পক্ষেও এটি বেশ অস্বস্তিদায়ক হবে। জানা গেছে ভাইরাল হওয়া এই ভিডিওটি নয়ডা সেক্টর 16-এর মেট্রো স্টেশনের। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @mee_lailaa নামের একটি পেজ থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে।
https://twitter.com/mee_lailaa/status/1762051848834523444?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762051848834523444%7Ctwgr%5E857ade8bc190ffa462d6ee6b0f0b756f34b89795%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatv.in%2Fviral%2Fnews%2Fcouple-obscene-act-once-again-seen-at-metro-station-video-went-viral-on-social-media-2024-02-27-1026900
ইতিমধ্যেই হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। অনেকে আবার এই ভিডিওটি শেয়ারও করেছেন। বিভিন্ন ব্যবহারকারী বিভিন্ন রকমের মন্তব্য করেছেন ভিডিও দেখার পর। এক ব্যবহারকারী লিখেছেন- কী হচ্ছে ভাই? আরেক ব্যবহারকারী লিখেছেন- আজকাল মানুষের কী হয়েছে? জ্ঞান বলে কোনও জিনিস আছে নাকি!