হিন্দি গানে দুর্দান্ত নেচে উষ্ণতা ছড়ালেন নোরা ফতেহি! তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ হিন্দি বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র হলেন নোরা ফতেহি (Nora Fatehi)। ২০১৪ সালে বলিউড জগতে প্রথম পা রাখেন এই কানাডিয়ান কন্যা। এরপর একে একে সিনেমায় তাঁর আইটেম নাম্বার দর্শকদের মন কেড়ে নেয়। সম্প্রতি নোরা ফতেহির একটি হিন্দি গানের (hindi song) নাচের ভিডিও (video) ভাইরাল হয়ে যায়  নেটদুনিয়ায়।

nora

বেশ কয়েকটি ছবিতে তাঁর অভিনয় দক্ষতার প্রকাশ পেলেও, তিনি কিন্তু আইটেম নাম্বার করার জন্য বেশি জনপ্রিয়। বাহুবলি দ্যা বিগইনিং, মি. এস্ক, কিক ২, রকি হ্যান্ডসাম ইত্যাদি ছবিতে তাঁর নাচ দর্শক মহলে প্রচুর সাড়া ফেলেছে। এর মধ্যে থেকে সবথেকে বেশি হিট হয়েছে ‘সত্যমেব জয়তে’ ছবির ‘দিলবর দিলবর’ গানের নাচের দৃশ্য। সেই গানে তাঁর নাচ দর্শকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাঁর এই নাচ দেখার পর, তাঁর অন্ধ ভক্ত হয়েছে গেছেন অনেকেই।

সম্প্রতি এই নোরা ফতেহির একটি নাচের ভিডিও ফের ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায়। তারই ছবির গান অর্থাৎ ‘দিলবর দলবর’ গানে একটি অনুষ্ঠানে ফের নাচতে দেখা যায় থাকে। আর এই নাচের ভিডিও মুহূর্তের মধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

https://www.instagram.com/p/B9t-PTIg3yy/?igshid=7naqgpsofnlw

বেলিডান্সের জন্য খ্যাত নোরা তাঁর শরীরী ভঙ্গিতে দর্শকদের মন কেড়ে নেয়। বর্তমানে তাঁর এই ডান্স পারফরম্যান্সের ভিডিও নেট দুনিয়ায় আপলোড করে তিনি। যেখানে দেখা যাচ্ছে নিজের ছবির গানে তিনি মন খুলে ডান্স করছেন। কিন্তু এই গানে তাঁর অদ্ভুত ড্রেস দেখে আবার মজাও করেছেন অনেকে। প্যান্টের অর্ধেক কাপড় হাওয়ায় উড়ে গেছে বলেও কমেন্ট করেছেন অনেক। প্রতিবারের ন্যায় নোরা এবারেও তাঁর এই নাচের ভিডিও ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। আবার সেখান থেকে তাঁর অনেক ফ্যান হ্যান্ডেলেও এই ভিডিও শেয়ার হয়েছে। যার ফলে প্রচুর পরিমাণে এই ভিডিও ভাইরাল (viral video) হয়ে যায়।

Smita Hari

সম্পর্কিত খবর