অস্ত্র হাতে ভারতের ভূখণ্ডে ঢুকেছিল চিনা সেনা! বুক চিতিয়ে দাঁড়ালেন মেষপালকরা, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : চিনা সেনাদের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র হাতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে চিনা সেনারা। তবে সেখানে সাহসের পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্থানীয় মেষপালকরা। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) সেনার সাথে মেষপালকদের বাকবিতণ্ডা শোনা যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, চিনা সেনারা বাধা সৃষ্টি করছে রাখালদের মেষ চড়াতে। যদিও মেষপালকরা জানান যে তারা ভারতীয় ভূখণ্ডেই রয়েছেন, সীমান্ত লঙ্ঘন করেছে চিনা সেনারাই।গালোয়ান সংঘর্ষের পর পূর্ব লাদাখে মেষ চড়ানো বন্ধ রাখেন রাখালরা। দীর্ঘ সাড়ে তিন বছর পর স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় আবার মেষ চড়াতে যান।

আরোও পড়ুন : আর মাত্র ৩ দিন! পরীক্ষা শুরু কলকাতা মেট্রোর ৩টি লাইনে, প্রকাশ্যে এল চাকা গড়ানোর দিনক্ষণ

জানা গেছে, এই ঘটনাটি ঘটেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে। সেই সময় চিনা সেনাদের সাথে বচসা হয় রাখালদের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে রাখালরা নিজেদের অধিকার বুঝে নিতে চাইছেন। এমনকি বাক-বিতণ্ডার পর লাল সেনাদের সাথে মেষপালকদের হাতাহাতিও হয়। চিনা সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে রাখালরা পাথর ছুড়েছেন বলেও খবর।

সমাজ মাধ্যমে এই ভিডিও শেয়ার করেছেন চুশুলের কাউন্সিলর কনচোক স্ট্যানজিন। তারপর আগুনের বেগে এই ভিডিও ভাইরাল হয়। অস্ত্রধারী চিনা সেনাদের বিরুদ্ধে রাখালদের এই প্রতিবাদ অনেক নেটিজেনদের মন জয় করেছে। বহু মানুষ প্রশংসা করেছেন রাখালদের এই সাহসিকতাকে। এই ঘটনার পর চিনা সেনা কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর