স্পীড বোটের সাথে রেস করে জিতে গেলো কুমির, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রায় দিনই পশু আর জীব জন্তুদের ভিডিও ভাইরাল (Viral Video) হয়। এরকমই একটি ভাইরাল ভিডিও আজ আপনাদের দেখাবো। এই ভিডিওটি একটি কুমিরের। আমরা কুমিরের নাম শুনলেই ভয়ে আঁতকে উঠি, আর কুমিরের বিপদজনক দাঁতের কথা মনে পড়ে। কিন্তু এবার কুমিরের সেই চিরাচরিত রুপের বদলে রেসার কুমিরের রুপ দেখাতে চলেছি আপনাদের।

ট্যুইটারে Gators Daily নামের এক ইউজার এই ভিডিও শেয়ার করেছে। মাত্র ১৩ সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি কুমির কীভাবে একটি স্পীড বোটের সাথে রেস করছে। শুধু রেস করাই না, কুমিরটি জিতেও যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নেটিজেনদের খুব পছন্দ হচ্ছে।

আপনাদের জানিয়ে দিই, গবেষণা অনুযায়ী, কুমির ডাঙার বদলে জলে বেশি দ্রুত গতিতে চলাফেরা করতে পারে অথবা সাঁতার কাটতে পারে। জলে কুমিরের গতি ১৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।

X