মহাকুম্ভে গন্ডগোল! ইউটিউবারের ওপর আচমকাই রেগে গেলেন সাধু, তারপরে যা হল…..ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলমান মহাকুম্ভে (Maha Kumbh) দেশ-বিদেশের বিপুল সংখ্যক সাধু-সন্তরা উপস্থিত হয়েছেন। লক্ষ লক্ষ ভক্তদের মাঝে তাঁদের এই উপস্থিতি প্রত্যেকের নজর কেড়েছে। শুধু তাই নয়, বিশ্বাসের এই উৎসব কেবল শ্রদ্ধা এবং ভক্তির কেন্দ্রে পরিণত হয়নি, এর পাশাপাশি সেখানকার অনন্য অভিজ্ঞতা এবং ঘটনাগুলিও সবাইকে আকৃষ্ট করছে।

মহাকুম্ভে (Maha Kumbh) রুষ্ট হলেন সাধু:

ঠিক এই আবহেই এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হতে শুরু করেছে। যেখানে মহাকুম্ভে (Maha Kumbh) উপস্থিত একজন সাধু এক ইউটিউবারকে ময়ূরপুচ্ছ দিয়ে পিটিয়েছেন। ইতিমধ্যেই এই বিষয়টি ওই ভাইরাল ভিডিও মারফত পরিলক্ষিত হয়েছে।

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও সামনে এসেছে যেখানে কুম্ভ মেলায় (Maha Kumbh) উপস্থিত সাধুদের রুষ্ট হতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, তাঁরা ইউটিউবারদের ওপরে রেগে গিয়ে রীতিমতো মারতে পর্যন্ত উদ্যত হয়েছেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, ওই ইউটিউবার একজন সাধুর মুখের সামনে মাইক নিয়ে যেতেই তিনি রেগে যান এবং তাঁর হাতে থাকা ময়ূরপুচ্ছ দিয়ে ওই ইউটিউবারকে মারতে উদ্যত হন।

আরও পড়ুন: আর নেই চিন্তা! এবার ফেব্রুয়ারিতেই বিরাট সুখবর দেবে RBI, সামনে এল আপডেট

দৌড়ে পালিয়ে বাঁচেন: এর পাশাপাশি ওই ভিডিওটিতে এটাও দেখা গিয়েছে যে, ওই সাধু রেগে যাওয়ার পরেই তিনি যখন আক্রমণাত্মক হয়ে ওঠেন তখন ওই ইউটিউবার সেখান থেকে দৌড়ে পালান।

আরও পড়ুন: ফিরিয়ে নেওয়া হচ্ছে মনু ভাকেরের দু’টি অলিম্পিক মেডেল! কারণ জানলে হয়ে যাবেন “থ”

আসলে, ওই ইউটিউবার কিছু প্রশ্ন করার জন্য ওই সাধুর কাছে গিয়েছিলেন। কিন্তু, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। আর তারপরেই তিনি মারমুখী হয়ে ওঠেন। যার ফলে দ্রুত সেখান থেকে চলে যান ওই ইউটিউবার। এই সামগ্রিক বিষয়টি ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেটি তুমুল ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি, ভিডিওটি প্রত্যক্ষ করে নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর