শারদ পাওয়ারের জন্মদিনে কেক নিয়ে লড়াইয়ে মাতল NCP কর্মীরা! ভাইরাল হলো ভিডিও

Published On:

মহারাষ্ট্রের বীড় এলাকায় রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টির প্রমুখ শরদ পাওয়ারের জন্মদিন পালন করা হচ্ছিল। শনিবার দিন NCP নেতার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল হয়ে পড়ে। আসলে জন্মদিনের অনুষ্ঠান একটা বিশৃঙ্খল ও গোলযোগের অনুষ্ঠানে পরিণত হয়।

শারদ পাওয়ারের ৮০ জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কেক কাটার সময় শয়ে শয়ে কর্মী উপস্থিত ছিল। কেক কাটার ঠিক পরেই কর্মীরা মঞ্চে উঠে পড়ে এবং উপদ্রব শুরু করে।

ঘটনাস্থলে থাকা এক ব্যাক্তি অনুষ্ঠানে এমন উপদ্রবের একটা ছোটো ভিডিও বানিয়ে ফেলে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral video) হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক কর্মী ওপর কর্মীকে ধাক্কা দিয়ে কেক লুটপাট করতে লেগে পড়েছে।

কিছুজনকে দেখা যাচ্ছে এক হাতে বা দুই হাতে কেকে নিয়ে দৌড়াচ্ছে। ১২ ডিসেম্বর শারদ পাওয়ার ৮০ তম বছরে পা দিয়েছেন। শারদ পাওয়ারের পার্টি মহারাষ্ট্রে ক্ষমতায় থাকা জোটের অংশ হিসেবে রয়েছেন।

X