বাংলাহান্ট ডেস্ক: বলা হয় মায়ের থেকে বেশি ভাল এই পৃথিবীতে আর কেউই বাসতে পারে না। মা মা-ই হয়। সন্তানের ভালর জন্য সে করতে পারে না এমন কোনও কাজ নেই। যেকোনও বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে একজন মা, শুধুমাত্র তাঁর সন্তানকে রক্ষা করার জন্য। সন্তান মায়ের নাড়ি ছেঁড়া ধন। তার প্রাণের থেকে বড় মায়ের কাছে আর কিছুই নয়, এমনকি নিজের প্রাণও নয়। এই কথা বারে বারে প্রমাণ করেছেন মায়েরা।
সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ভয়ঙ্কর কেউটে সাপের কবল থেকে ছানাদের রক্ষা করার জন্য নিজের প্রাণ বাজি রেখেছে এক মা কাঠবেড়ালি। ছানাদের বাঁচানোর জন্য সমানে কেউটের সঙ্গে মুখোমুখি লড়াই করে গেল কাঠবেড়ালি। ফণা তোলা সাপের সামনেও অকুতোভয় মা। কেউটের সঙ্গে সমানে লড়াই করে গেল সে।
সুশান্ত নন্দা আইএফএস নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও। ক্যাপশনে লেখা, ‘মায়ের ভালবাসা চিরদিনই অফুরন্ত। শেষ শ্বাস পর্যন্তও তা অটুট থাকে। ছানাদের রক্ষা করার জন্য কেউটের সঙ্গে লড়াই করল মা কাঠবেড়ালি।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। নেটিজেনরাও হতবাক হয়ে গিয়েছেন এই ভিডিও দেখে। ইতিমধ্যেই প্রচুর লাইক পড়ে গিয়েছে এই ভিডিওতে।
Mother’s love is unlimited & never fades till the last breath
That explains the strength of a squirrel mother in taking up a fight with the mighty Cobra to protect her babies.(Credit in the video) pic.twitter.com/P2Ya7bQIya— Susanta Nanda (@susantananda3) March 11, 2020
প্রসঙ্গত, মাঝে মধ্যেই নানা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কোনও কোনও ভিডিও দেখে হতবাক হয়ে যান নেটজনতা। আবার কোনও কোনও ভিডিও দেখে প্রশংসায় ভরিয়ে দেন তারা