ক্লাস রুমের মধ্যেই পড়ুয়াদের সঙ্গে তুমুল নাচ! শিক্ষিকার ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন তুলছে নেটবাসী

বাংলা হান্ট ডেস্ক: প্রথাগতভাবে আমাদের কাছে স্কুল মানেই সেখানে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে পড়াশোনার ছবিই আমরা দেখে এসেছি। চক এবং বই হাতে তাঁরা নেন একের পর এক ক্লাস। যুগের পর যুগ ধরে এই রেশ বজায় রয়েছে শিক্ষাঙ্গনে। কিন্তু, ক্লাসের মধ্যেই পড়ুয়াদের সাথে শিক্ষিকার মনের আনন্দে নাচের দৃশ্য কি আপনারা সচরাচর দেখেছেন? নিশ্চয়ই না। তবে, সম্প্রতি ঠিক সেইরকমই এক দৃশ্য সামনে এসেছে।

যেখানে দেখা গিয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের চোখরাঙানির বদলে যেন এক আলাদা পরিবেশ বজায় রয়েছে ক্লাসরুমের ভেতরে। শুধু তাই নয়, পড়ুয়াদের মধ্যে এক স্বতঃস্ফূর্ততা থাকায় নেই পড়াশোনার বিরাট চাপের ক্লান্তিও। বরং, স্কুলের একদল পড়ুয়ার সঙ্গে বলিউডের জনপ্রিয় গানের তালে কোমর দোলাতে দেখা গেল এক শিক্ষিকাকে। এমনকি, সম্প্রতি সামনে আসা এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে প্রশংসা করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে নেটমাধ্যমের দৌলতে রাজ্য তথা দেশ তথা সমগ্র বিশ্বে কোথায় কি হচ্ছে তা এক লহমায় জানতে পারি আমরা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় বিভিন্ন ভাইরাল হওয়া সব ভিডিও। যেগুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা দেখতে পাল্লা দিয়ে ভিড় জমান নেটিজেনরা। এই ভিডিওটির ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
মূলত, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি স্কুলের ক্লাসরুমের মধ্যেই বেশ কয়েকজন ছাত্রীর সাথে কোমর দুলিয়েছেন এক শিক্ষিকা। সামার ক্যাম্পের এক মজাদার মুহূর্ত ফুটে উঠেছে ওই ভিডিওতে। বলিউডের জনপ্রিয় গানের তালে তালে নাচতে থাকেন তাঁরা। জানা গিয়েছে, ভাইরাল এই ভিডিওটি পোস্ট করেছেন মনু গুলাটি নামে দিল্লির এক সরকারি স্কুলের শিক্ষিকা। স্কুলের ছাত্রীদের সাথে তিনিই নাচ করছিলেন।

পাশাপাশি, ভিডিওটি পোস্ট করে মনু ক্যাপশনে লিখেছেন যে, “সামার ক্যাম্পের আমাদের শেষ দিনে ভুলে ভরা নাচ।” এছাড়াও, এই সুন্দর মুহূর্তগুলি যে অত্যন্ত খুশির তারও অবতারণা করেছেন মনু। এদিকে, ভিডিওটি নেটমাধ্যমে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। ইতিমধ্যেই ৬ লক্ষেরও বেশি জন এটি দেখেছেন। পাশাপাশি, ৩০ হাজার জন লাইক করেছেন ভিডিওটি। এছাড়াও, এই মন ভালো করা ভিডিও দেখে ওই শিক্ষিকাকে কুর্ণিশ জানানোর পাশাপাশি নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর