ব্যালট বক্স চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়লেন TMC বিধায়ক নির্মল মাজি! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। গণতন্ত্রের উৎসব! কিন্তু সেই উৎসবের চিহ্নটা যে একেবারেই ভিন্ন। রাজ্য জুড়ে হিংসা, কোথাও দেখা গেল ভোট লুঠ, দেদার ছাপ্পা, কোথাও তো আবার ব্যালট বক্স চুরি করে দে দৌড়। এ গেল সাধারণ মানুষের কথা! অন্যদিকে এবার ব্যালট বক্স চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল তৃণমূলের (Trinamool Congress) উলুবেড়িয়া (Uluberia) উত্তরের বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজি (TMC MLA Nirmal Maji)। ঠিক এমনই একটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

সোমবার ভোর রাতে এই নিয়ে একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন বিজেপি নেতা তথা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। তিনি লিখেছেন, “তৃণমূলের বিধায়ক নির্মল মাঝি ব্যালট বক্স চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়েছে। তৃণমূলের বিধায়করা আগে গরিব মানুষের টাকা চুরি করত এখন নিজের হাতে ব্যালট বক্স চুরি করছে। ”

নেতার পোস্ট করা সেই ভিডিও থেকে জানা যাচ্ছে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া সাইনি ইন্টারন্যাশনাল স্কুল পাঁচলায়। সেখানে রাখা ব্যালট বক্স চুরি করতে এসে জনগণের হাতে ধরা পড়েছেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। অভিযোগ এমনটাই। আর তৃণমূল নেতা তথা বিধায়কের ব্যালট বক্স চুরি করতে যাওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

ওই ভিডিও থেকে স্পষ্ট দেখা যাচ্ছে সাইনি ইন্টারন্যাশনাল স্কুলের বাইরে রাতের অন্ধকারে জমায়েত করেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ প্রশাসন। যদিও তারা বিধায়ককে নিরাপত্তা দিতে ব্যস্ত। অন্যদিকে বিধায়ককে দেখে লাগাতার ‘চোর, ‘চোর ‘ স্লোগান দিয়ে চলেছে সাধারণ মানুষজন। তবে জনতার ভিড়ে  বিধায়ক নির্মল মাজিকে স্পষ্ট ওই ভিডিওতে দেখা যায়নি।

tmc vote

রবিবার রাতে ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরেই এখন তুঙ্গে শোরগোল। যেখানে খোদ শাসকদলের বিধায়ক ব্যালট বক্স চুরির দায়ে ধরা পড়ছে সেখানে আদেও এটা ভোট নাকি ভোট নামে শুধুই প্রহশন, সেই নিয়েই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর