দুই মাথাযুক্ত বিরল চন্দ্রবোড়া সাপের খোঁজ মিলল মহারাষ্ট্রে, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : সম্প্রতি একটি বিরল চন্দ্রবোড়া সাপের ভিডিও ভাইরাল (viral video) হয়েছে সামাজিক মাধ্যমে। মহারাষ্ট্রে উদ্ধার হওয়া এই সাপটির দুটি মাথা। শুধু তাই নয় দুটি মাথাই সমান ভাবে কার্যকরী। যা দেখে হতবাক নেটদুনিয়া।

চন্দ্রবোড়া সাপ সম্পর্কে শহরবাসীর তেমন একটা সম্যক ধারনা না থাকলেও ভারতের গ্রামগুলিতে কম হলেও পাওয়া যায় এই অতি মারন ক্ষমতা যুক্ত বিষের অধিকারী সাপকে। যদিও আমরা কমবেশি সকলেই জানি যে চন্দ্রবোড়া সাপের ছোবল খেলে বেশির ভাগ ক্ষেত্রেই মৃত্যু নিশ্চিত। কিন্তু সেই সাপের যদি দুটি ফনা থাকে? তাহলে তো সেই বিষের পরিমান দ্বিগুন হয়ে যাবে। এমনই একটি ভয়ংকর সাপের দেখা মিলেছে মহারাষ্ট্রে৷

বাণিজ্য নগরী মুম্বাইয়ের কাছে কল্যাণ-গান্ধার রোড থেকে উদ্ধার হয়েছে এই সাপটি। ডিম্পল শাহ নামের স্থানীয় এক বাসিন্দা প্রথম এই সাপটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন। বনদপ্তর এসে এই বিরল সাপটিকে উদ্ধার করেন। তারা জানিয়েছেন, এই সাপটির দুটি মাথাই সক্রিয়। বিরল জিনঘটিত কারনেই এমন সাপের জন্ম হয়েছে।

২০ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করেছেন ভারতীয় বনদপ্তর আধিকারিক সুশান্ত নন্দা। পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় ভিডিওটি। কমেন্ট বক্সে উপচে পড়ে ক্ষোভ৷ দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও

 

সম্পর্কিত খবর

X