বাংলাহান্ট ডেস্ক : কলা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আহার। কলা একদিকে যেমন স্বাস্থ্যকর, অন্যদিকে খিদে মেটানোর জন্য সুষম একটি খাদ্য। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি সর্বোচ্চ কত বড় কলা খেয়েছেন তাহলে আপনি কি উত্তর দেবেন? তবে, আপনার একথা জানা দরকার যে, বিশ্বের সবথেকে শক্তিশালী কলা গাছ সর্বোচ্চ ৩০০ টি ফল একসাথে ধরতে পারে।
শুধু এখানেই শেষ নয়, এই কলা গাছগুলি ১৫ মিটার বা ১৫০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এবার এই কলাগুলির ওজন যদি জানেন তাহলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এই কলাগুলির বাঞ্চের ওজন প্রায় ৬০ কেজির কাছাকাছি হয়। তাহলে একবার শুধু ভেবে দেখুন, এই বিশাল পরিমাণ কলাগুলি খেলে আপনার কি অবস্থা হতে পারে।
সম্প্রতি ভারতীয় রেলের এক কর্মী এমনই একটি তথ্য প্রকাশ করেছেন। ইতিমধ্যেই মানুষজন এই বিশাল পরিমাণ কলাগুলি খেয়েছেন। এই রেল কর্মী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই কলাগুলি চাষ করা হয় পাপুয়া নিউগিনিতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, যে সকল মানুষরা এই কলাটিকে ধরে রয়েছেন তাদের কলার কাছে রীতিমতো বামুন প্রকৃতির লাগছে। এর থেকেই আপনারা ধারণা করতে পারেন যে এই কলা কতটা পরিমাণ বড়।
its amazing..
The biggest size of banana is grown in Papua New Guinea islands close to Indonesia. The plantain tree is of the height of a coconut tree and the fruits grow huge. Each banana weighs around 3 kg.#viral #viralvideo #healthcare #Indonesia pic.twitter.com/3Ra0ifOa0o
— Ankita Jain (@Ankita20200) March 23, 2023
জানা গিয়েছে, এই কলাগুলি তিন কেজি পর্যন্ত ওজনের হতে পারে। আরো অবাক করে দেওয়া কথা হলো এই কলাগুলি পাকতে পাঁচ বছর পর্যন্ত সময় নিতে পারে। টুইটারে এই তথ্য সামনে আসার পর ইতিমধ্যেই বহু মানুষ পোস্টটিতে লাইক ও শেয়ার করেছেন। অজস্র মানুষ এই তথ্যটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন মজার কমেন্টে ভরে উঠেছে এই পোষ্টের কমেন্ট বক্স।