বাংলাহান্ট ডেস্ক : আজ ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো কর্ণাটকের উদুপি জেলার একটি টোল বুথ। একজন রোগী এবং দুই পরিচারক সহ একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারাতেই বিপত্তি বাধে। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় তিনজন আরোহী সহ একজন টোল অ্যাটেনডেন্ট নিহত হয়েছেন । গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক।
ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। টোল বুথের একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, কর্ণাটকের উদুপি জেলার একটি ভিজে রাস্তার ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি দৃশ্য ও ক্যামেরায় ধরা পড়ে।
ফুটেজে আরো দেখা যায়, কিছু লোক যাদেরকে দেখে নিরাপত্তারক্ষী এবং টোল অপারেটর বলেই মনে করা হচ্ছে তারা অ্যাম্বুলেন্সের দিকে যাওয়ার সময় একটি লেন থেকে তিনটি প্লাস্টিকের ব্যারিকেড সরানোর জন্য ছুটে যান। পরমুহূর্তেই দেখা যায় একজন গার্ড টোল প্লাজার কাছে থাকা দুটি ব্যারিকেড সরিয়ে ফেললেও শেষ ব্যারিকেডটি আর তিনি সরাতে পারেননি। ততক্ষণে অ্যাম্বুলেন্স প্রায় টোল প্লাজার কাছে চলে গেছে। এরপরেই হঠাৎ, অ্যাম্বুলেন্স আর একটি বড় ভ্যান ভেজা রাস্তায় স্কিড করে টোল বুথ কেবিনের দিকে চলে যায়।
Tragic Video of Ambulance Hitting Toll Plaza in Karnataka’s Udupi Emerges, 4 Dead | Watch pic.twitter.com/yfKVkl0E2K
— Bangla Hunt (@BanglaHunt) July 20, 2022
ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে, অ্যাম্বুলেন্সটি টায়ার ট্র্যাকশন হারিয়ে যাওয়ার পরে ভিজে রাস্তার জলে ডুবে ছিল। টায়ারগুলি মাটিতে স্পর্শ করতে না পারার জন্য এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলেই মনে করা হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী।