বাংলা হান্ট ডেস্ক : ট্রেনের মধ্যেই কথা-কাটাকাটি। আর তারপরই থাপ্পড়ের পর থাপ্পড় মারছেন এক মহিলা। এই রকমই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি টুইট করেছেন প্রাক্তন বিজেপি মুখপাত্র নবীন জিন্দল (Naveen Jindal)। সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেট নাগরিকদের। অনেকেই ওই মহিলার প্রশংসায় পঞ্চমুখ। আবার কেউ কেউ মহিলার সমালোচনা করেছেন আইনকে নিজের নিজের হাতে তুলে নেওয়ার জন্য। তবে ভিডিওটি কোথাকার ভিডিও বা মহিলার পরিচয় কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে। এক ব্যক্তিকে চলন্ত ট্রেনে বেধড়ক পেটাচ্ছেন এক মহিলা। পোষাক দেখে বোঝা যাচ্ছে মধ্যবয়স্কা ওই মহিলা কোনও হিন্দু পরিবারের। এবং প্রহৃত ব্যক্তি মুসলমান সম্প্রদায়ের। মহিলাটি ওই ব্যক্তিকে মারতে মারতে বলছেন, ‘মেয়েদের কী ভাবো তুমি?’। কথার মধ্যেই চলছে উত্তম-মধ্যম মার। দুই হাত দিয়ে কোনও রকমে মহিলার মার ঠেকাচ্ছেন ব্যক্তি। মহিলা আরও বলছেন, ‘বদমায়েশ, এত রাস্তা পড়ে আছে এখানে!’ কথার মধ্যেই বিরাম নেই মারের। পেটানির চোটে মাথাকে ফেজ টুপি খুলে পড়ে যায় ওই ব্যক্তির। তখন মহিলা হুংকার দিয়ে বলেন, ‘আগে টুপি পর।’
https://twitter.com/naveenjindalbjp/status/1608024972441849857
এখানেই শেষ নয়। মারের চোটে হতভম্ব হয়ে যাওয়া গলায় কিছু বোঝাতে চেষ্টা করেন ওই মুসলিম ব্যক্তি। তবে তিনি ঠিক কী বলেছেন তা স্পষ্ট নয় এই ভিডিওতে। এরপরই ওই মহিলা হুমকি দিয়ে বলেন, ‘জান লে লুঙ্গি’, অর্থাৎ ‘প্রাণে মেরে ফেলব তোকে’। তারপরই তাঁর নিদান ‘নিচে পা ছোঁ আগে।’ একপ্রকার চুলের মুঠি ধরে জোর করেই ওই ব্যক্তিকে পা ছোঁয়ান মহিলা। পা ছোঁয়ার সময়ও আবার মার। এরপর হুঁশিয়ারি দিয়ে ওই মহিলা বলেন, ‘দ্বিতীয়বার আর কোনও হিন্দু মহিলার গায়ে হাত দিলে প্রাণে মেরে ফেলব আমি।’ ভিডিওর শেষে দেখা যাচ্ছে মাথা নিচু করে চলে যাচ্ছেন ওই মুসলিম ব্যক্তি।
ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নবীন জিন্দল। ভিডিও উপরে তিনি লেখেন, ‘সাহসী মহিলাকে প্রণাম! পাঠানকে তিনি পিটিয়েছেন তিনি।’ নবীনবাবু যতই প্রশংসা করুন ওই মহিলার, এই ভিডিও দেখে কিন্তু সমালোচনাও উঠে আসছে বিস্তর। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘ওই হিন্দু মহিলার জায়গায় যদি কোনও বোরখা পরিহিতা মুসলিম মহিলা থাকতেন, আর, মুসলিম ব্যক্তির জায়গায় কোনও ভাগওয়াধারী হিন্দু থাকতেন তাহলেও কি নবীন জিন্দল তাঁকে সাহসী বলতেন?’ আবার বেশ কিছু নেট নাগরিক নিজেকে ‘হিন্দু মহিলা’ বলে দেগে দেওয়ায় সমর্থন করতে পারেন নি ওই রণংদেহী মহিলাকে। তবে এই ভিডিও সম্পর্কে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি।