সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দুধের গাড়িকে “ফর্মুলা ওয়ান কার” বানালেন গোয়ালা! তুমুল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রতিভার কোনো অভাব নেই। তাই তো মাঝে মাঝেই দেশীয় সব উপায় অবলম্বন করে অনেকেই করে ফেলেন অসাধ্য সাধন। পাশাপাশি, সেই সমস্ত মানুষ এটাও প্রমাণ করে দেন যে “ইচ্ছে থাকলেই উপায় হয়।” আমরা এর আগেই দেখেছি যে, কখনও কেউ পরিত্যক্ত জিনিস দিয়েই বানিয়ে ফেলেছেন জিপ আবার কখনও বা কেউ টাটা ন্যানোকেই রূপান্তরিত করে ফেলেছেন আস্ত হেলিকপ্টারে।

এমনকি, এই সম্পর্কিত নানান দৃশ্য ভাইরালও হয় নেটমাধ্যমে। যেগুলিকে দেখে কার্যত অবাক হয়ে যান সকলেই। সেই রেশকে অব্যাহত রেখেই এবার সামনে এল আরও এক চমকপ্রদ ভিডিও। যেখানে একজন দুধ বিক্রেতা অভিনব উপায়ে তৈরি করেছেন এক অনন্য গাড়ি।

   

অভিনব দুধের গাড়ি:
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একজন ব্যক্তিকে ফর্মুলা ওয়ানে ব্যবহৃত রেসিং গাড়ির মত দেখতে একটি অদ্ভুত গাড়িতে দুধের পাত্র বহন করতে দেখা গিয়েছে। তবে, এই গাড়িটিকে আপনি যে নামই দেন না কেন, এটি তৈরি করার উদ্ভাবনীশক্তি স্তম্ভিত করবে সবাইকেই।

তুমুল ভাইরাল ভিডিও:
মূলত, এই ভিডিওটি একটি চলন্ত গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে যে, যে এক ব্যক্তি একটি অদ্ভুত থ্রি-হুইলার চালাচ্ছেন। এমনকি, ওই ব্যক্তি একটি কালো জ্যাকেট ও হেলমেটও পরে রয়েছেন। এদিকে, ওই অদ্ভুত দর্শন গাড়িটির পেছন দিকে কিছু দুধের পাত্রও রাখা রয়েছে। যার থেকে সহজেই অনুমান করা যায় যে, তিনি দুধ বিক্রি করেন।

https://twitter.com/RoadsOfMumbai/status/1519522182132469760?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1519522182132469760%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.indiatimes.com%2Fhindi%2Ftrending%2Fdesi-man-delivers-milk-in-three-wheeler-vehicle-like-formula-1-car-568237.html

এমতাবস্থায়, এই ভিডিওটি “রোডস অফ মুম্বাই” নামক একটি টুইটারে হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। পাশাপাশি, এটির ক্যাপশনে লেখা রয়েছে, “যখন আপনি একজন F1 ড্রাইভার হতে চান, কিন্তু আপনার পরিবার দুধের ব্যবসায় সাহায্য করার জন্য জোর দিতে থাকে।”

অবাক হয়েছেন সকলেই:
ভিডিওটি শেয়ার করার পর থেকে ইতিমধ্যেই ৮৫ হাজারেরও বেশি দর্শক এটি দেখেছেন। পাশাপাশি, প্রায় ২০০ টি রিটুইটও করা হয়েছে। এদিকে, নেটিজেনরাও এই ভিডিওটি দেখে মজাদার প্রতিক্রিয়াও দিয়েছেন। অপরদিকে, কেউ কেউ আবার এই ভিডিওতে দেশের অন্যতম বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রাকেও ট্যাগ করেছেন যাতে তিনি এই অনন্য গাড়িটি দেখতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর