বাংলা হান্ট ডেস্কঃ Viral Video- করোনা ভাইরাসের মহামারীর কারণে গোটা বিশ্ব প্রভাবিত। এই ঘাতক ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য বেশীরভাগ মানুষ বাড়ির ভিতরেই থাকছেন। যদিও, অনেক সময় দরকারি কাজের জন্য মানুষ বাইরে বের হচ্ছেন, সেই সময় অনেকেই সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক পরে বের হচ্ছেন ঘর থেকে।
আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (Video) খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে, যেখানে মাস্ক না পরার জন্য এক ব্যক্তি দুই দোকানদারকে চর মারছেন দেখা যাচ্ছে। এই ভিডিও আইএএস আধিকারিক অবনীশ শরণ ট্যুইটারে শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে যে, ফুটপাতের দোকানদার মাস্ক না পরেই বসে আছে। এরপর এক ব্যক্তি হাতে মাইক নিয়ে আসেন আর দোকানদারের কাছে মাস্কের কথা জিজ্ঞাসা করেন। জবাব না পাওয়ায় হাতে মাইক থাকা ব্যক্তি দোকানদারকে একের পর এক চর মারতে থাকে। এরপর তাকে পরার জন্য একটি মাস্কও দেন তিনি। ওনার সামনেই আরেকজন দোকানদার মাস্ক ছাড়া বসে ছিল। হাতে মাইক থাকা ব্যক্তি ওনাকেও চর মারা শুরু করে দেয়। এরপর ওনাকেও একটি মাস্ক পরতে দেওয়া হয়।
https://twitter.com/AwanishSharan/status/1330487799204614144
আইএএস আধিকারিক অবনীশ শরণ এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘মাস্ক এরজন্যও দরকার।” তবে এই ভিডিও ভারতের না। এই ভিডিও পাকিস্তানের (Pakistan) কোনও একটি শহরের।